Indian Cricket: ৭ ম্য়াচে ৬ জন পেলেন প্লেয়ার অফ দ্য ম্য়াচের পুরস্কার, টিমগেমই সাফল্যের মন্ত্র ভারতের
ভারতীয় ক্রিকেট দল টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। এখনও পর্যন্ত মোট ৭ ম্য়াচ খেলে অপরাজিতই রয়েছে রোহিত শর্মার দল। প্রত্যেক ম্য়াচেই কেউ না কেউ দায়িত্ব নিয়ে ম্য়াচ জিতিয়েছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগতকাল ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের জয়ের নায়ক ছিলেন অক্ষর পটেল। তিনি ৪ ওভারের স্পেলে ২৩ রান খরচ করে ৩ উইকেট নেন।
সুপার এইটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মুখোমুখি হয়েছিল ভারত। সেই ম্য়াচে রোহিত শর্মা ঝোড়ো ৯২ রানের ইনিংস খেলে ম্য়াচের সেরার পুরস্কার জেতেন।
বাংলাদেশের বিরুদ্ধে ম্য়াচে ভারতকে ব্যাট-বলে জেতান হার্দিক পাণ্ড্য। ২৭ বলে অপরাজিত ৫০ ও ৩ ওভারের স্পেলে ৩২ রানের বিনিময়ে ১ উইকেট নেন।
সুপার এইটে আফগানিস্তানের বিরুদ্ধে ম্য়াচ জেতে ভারত। সেই ম্য়াচে প্লেয়ার অফ দ্য ম্য়াচের পুরস্কার জেতা সূর্যকুমার যাদব ২৮ বলে ৫৩ রান করেন।
আমেরিকার বিরুদ্ধে ৭ উইকেটে জিতেছিল ভারত গ্রুপের ম্য়াচে। সেই খেলায় ম্যাচের সেরা অর্শদীপ ৪ ওভারে ৯ রানের বিনিময়ে ৪ উইকেট নেন।
গ্রুপ পর্বে প্রথম বড় মহারণ ছিল পাকিস্তানের বিরুদ্ধে। সেই ম্য়াচে ৪ ওভারের স্পেলে ১৪ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়ে ভারতকে জেতান যশপ্রীত বুমরা।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত অভিযান শুরু করেছিল আয়ারল্যান্ডের বিরুদ্ধে। সেই ম্যাচেও ৩ ওভারে ৬ রান দিয়ে ২ উইকেট নেন বুমরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -