IND vs AUS: বিরাট-স্টার্ক ডুয়েল মাঠ মাতাবেন, বর্ডার-গাওস্কর ট্রফিতে কমেন্ট্রি বক্সেও তারকার ছড়াছড়ি
ভারত-অস্ট্রেলিয়া আসন্ন টেস্ট সিরিজে ধারাভাষ্যকার হিসেবে দেখা যাবে প্রাক্তন অজি ব্যাটার মার্ক ওয়াকে। দেশের হয়ে ১২৮ টেস্ট খেলেছেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রাক্তন অজি পেসার ব্রেট লি-কেও দেখা যাবে ধারাভাষ্যকার হিসেবে কমেন্ট্রি প্যানেলে। ডানহাতি প্রাক্তন স্পিডস্টার দেশের জার্সিতে ৭৬ টেস্ট খেলেছেন লি।
মাইকেল ভন ইংল্যান্ড ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। দেশের জার্সিতে ৮২ টেস্ট খেলা ভনও থাকছেন কমেন্ট্রি প্য়ানেলে।
বিশ্বজয়ী অজি ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক অ্যালান বর্ডারকে দেখা যাবে তালিকায়। দেশের জার্সিতে ১৫৬ টেস্ট খেলেছেন।
ধারাভাষ্যকার হিসেবে জনপ্রিয়তার শিখর ছুঁয়েছেন হর্ষ ভোগলে। বর্ডার-গাওস্কর ট্রফিতেও ফের দেখা যাবে এই অভিজ্ঞ ধারাভাষ্যকারকে।
প্রাক্তন অজি বাঁহাতি ওপেনার মাইকেল হাসি কমেন্ট্র বক্স মাতাবেন। দেশের জার্সিতে ৭৯টি ম্য়াচ খেলেছেন এই বাঁহাতি ক্রিকেটার।
কিংবদন্তি উইকেট কিপার ব্যাটার অ্যাডাম গিলক্রিস্টকেও দেখা যাবে ধারাভাষ্যকার হিসেবে। ৯৬ ম্য়াচ খেলেছেন সাদা পোশাকে দেশের জার্সিতে।
ইংল্যান্ড মহিলা ক্রিকেট দলের প্রাক্তন ক্রিকেটার ও ক্যাপ্টেন ঈশা গুহও কমেন্ট্রি বক্সে মাতাবেন। তিনি ইংল্যান্ডের জার্সিতে ৮টি টেস্ট খেলেছিলেন।
কমেন্ট্রি বক্সে রবি শাস্ত্রীর নাম থাকবে না, তবে বর্ডার গাওস্কর ট্রফির উত্তেজনা এমনিতেই কমে যেত। কিন্তু ভারতীয় ক্রিকেটপ্রেমীরা শাস্ত্রীর গলাও শুনতে পাবেন। দেশের জার্সিতে ৮০ টেস্ট খেলা উচিৎ।
তালিকয় নবতম সংযোজন হবেন ডেভিড ওয়ার্নার। চলতি বছরের শুরুতেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। এই প্রথমবার ক্রিকেট ছাড়ার পর বর্ডার গাওস্কর ট্রফিতে মাঠে নয়, কমেন্ট্রি বক্সে দেখা যাবে ওয়ার্নারকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -