IND vs AUS: বক্সিং ডে টেস্টে ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বাধিক রানের মালিক কে? তালিকায় আর কারা রয়েছেন?
ভারত বনাম অস্ট্রেলিয়া বর্ডার গাওস্কর ট্রফি চলছে। আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে মেলবোর্নে বক্সিং ডে টেস্ট।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে এই মুহূর্তে ১-১ ড্র। পারথে প্রথম টেস্টে ভারতের জয়ের পর দ্বিতীয় টেস্টে অ্য়াডিলেডে জয় ছিনিয়ে নিয়েছিল অস্ট্রেলিয়া। ব্রিসবেন টেস্ট বৃষ্টির জন্য ফল নির্ধারণ করা হয়নি।
বক্সিং ডে টেস্টের ইতিহাসে ভারতের হয়ে সর্বাধিক রান রয়েছে বিরাট কোহলির। ১২ ইনিংসে ৫৪০ রান করেছেন কিং কোহলি।
কে এল রাহুল এই বক্সিং ডে টেস্টের ইতিহাসে ৬ ইনিংসে ২৫৫ রান করেছেন। ৪৩.৫ গড়ে রান করেছেন তিনি।
ঋষভ পন্থ ৫ ইনিংসে বক্সিং ডে টেস্টে খেলতে নেমে মোট ১৪৩ রান করেছেন। তিনিও এই তালিকায় প্রথম পাঁচে রয়েছেন।
রোহিত শর্মার বক্সিং ডে টেস্টের রেকর্ডও একেবারেই ভাল নয়। তিনি ৬টি ইনিংসে খেলতে নেমে ২০-র নীচে গড় রেখে মাত্র ৯৮ রান করেছেন।
বক্সিং ডে টেস্টে জয়সওয়াল মাত্র ২টো ইনিংস খেলেছেন। তাতে তিনি ২২ রান করেছেন। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট সিরিজ খেলছেন এই তরুণ ব্যাটার।
শুভমন গিল ৪টি ইনিংস খেলেছেন বক্সিং ডে টেস্টে। তাতে তিনি ১০৮ রান করেছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -