Jasprit Bumrah Record: ভারতীয় পেসারদর মধ্যে দ্রুততম দুশোর ক্লাবে বুমরা, মেলবোর্নে আর কী রেকর্ড গড়লেন বুমরা?
জসপ্রীত বুমরা মেলবোর্নে রেকর্ড গড়লেন। একটি নয়। একাধিক নজির গড়ার মালিক হয়ে গেলেন ভারতের তারকা পেসার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমেলবোর্নে দ্বিতীয় ইনিংসে জ্বলে উঠেছেন ভারতীয় পেসার। অস্ট্রেলিয়ার টপ অর্ডারকে ভাঙলেন তিনিই। তুলে নিয়েছেন মোট ৪ উইকেট।
অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে স্যাম কনসটাস, ট্রাভিস হেড, মিচেল মার্শ ও অ্য়ালেক্স ক্যারির উইকেট তুলে নিয়েছিলেন বুমরা।
ভারতীয় বোলারদের মধ্যে টেস্টে দ্রুততম ২০০ উইকেটের মালিক হয়েছেন জসপ্রীত বুমরা। ৪৪ ম্য়াচ খেলে এই নজির গড়ে ফেলেছেন তিনি।
প্যাট কামিন্স ও কাগিসাে রাবাডাও ৪৪ ম্য়াচে ২০০ উইকেট নিয়েছিলেন। সেই তালিকাতেই এবার যোগ দিলেন বুমরা।
জসপ্রীত বুমরা টেস্ট ক্রিকেটে ৮৪৮৪ বল করে ২০০ উইকেটের মালিক হলেন। তিনি টপকে গিয়েছেন ভারতের হয়ে এই তালিকায় বুমরার আগে থাকা মহম্মদ শামিকে। তিনি ৯৮৯৬ বল করেছিলেন।
বুমরা বিশ্ব ক্রিকেটে চতুর্থ দ্রুততম বোলার হিসেবে ২০০ উইকেট নিলেন বুমরা। তাঁর আগে রয়েছেন ওয়াকার ইউনিস, ডেন স্টেন ও কাগিসো রাবাডা।
এই মাইলস্টোন স্পর্শ করেছেন বুমরা ১৯.৫৬ গড়ে। যা বিশ্ব ক্রিকেটে এই মুহূর্তে শীর্ষে। অর্থাৎ প্রতি ১৯.৫৬ বল পরে উইকেট পেয়েছেন বুমরা। এই তালিকায় তাঁর পরের দুটো নাম জোল গার্নার ও কার্টলি অ্য়াম্ব্রোজ।
ভারতীয় ক্রিকেটে বোলারদের তালিকায় বুমরার আগে শুধু দ্রুততম ২০০ টেস্ট উইকেট নেওয়ার নজির রয়েছে রবিচন্দ্রন অশ্বিনের। ৩৮ ম্য়াচে এই নজির গড়েছেন তিনি।
চলতি টেস্ট সিরিজে এখনও পর্যন্ত ২৯ উইকেট নিয়েছেন বুমরা। ভারতীয় পেসারদের মধ্যে কোনও টেস্ট সিরিজে এতগুলো উইকেট কেউ নেননি এর আগে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -