Ashwin Records: কপিল-সোবার্সদের ক্লাবে ঢুকে পড়লেন, বাবার সামনে অশ্বিনের রেকর্ডের রোশনাই
বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে বৃহস্পতিবার তিনি যখন ব্যাট করতে নামেন, ১৪৪ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছে ভারত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসেখান থেকে ঝকঝকে সেঞ্চুরিতে বাংলাদেশকেই কোণঠাসা করে দিলেন আর অশ্বিন। প্রথম দিনের শেষে ১১২ বলে ১০২ রানে অপরাজিত তিনি। ছেলের কীর্তি মাঠে বসে দেখলেন অশ্বিনের বাবা।
অশ্বিনের সঙ্গে ক্রিজে রয়েছেন রবীন্দ্র জাডেজা। ১১৭ বলে ৮৬ রান করে ক্রিজে জাডেজা।
দুজনে মিলে অবিচ্ছেদ্য সপ্তম উইকেটে ২২৭ বলে ১৯৫ রান যোগ করে ম্যাচের মোড়ই ঘুরিয়ে দিয়েছেন। প্রথম দিনের শেষে ভারতের স্কোর ৩৩৯/৬।
সেঞ্চুরি করে একাধিক রেকর্ডও গড়লেন অশ্বিন। টেস্ট ক্রিকেটে আট নম্বর বা তার নীচে ব্যাট করতে নেমে চতুর্থ সেঞ্চুরি অশ্বিনের। পেরিয়ে গেলেন ওয়েস্ট ইন্ডিজ়ের জেসন হোল্ডার ও পাকিস্তানের কামরন আকমলকে। ওই দুজনেরই ৩টি করে সেঞ্চুরি রয়েছে।
অশ্বিনের সামনে এখন শুধু নিউজ়িল্যান্ডের ড্যানিয়েল ভেত্তোরি। টেস্টে আট নম্বর বা তারও নীচে ব্যাট করে ৫টি সেঞ্চুরি রয়েছে ভেত্তোরির।
অভিজাত ও বিরল একটি তালিকাতেও ঢুকে পড়লেন অশ্বিন। যে তালিকায় আছেন বিশ্বের মাত্র ৫ ক্রিকেটার।
অশ্বিন ছাড়া তালিকায় বাকিরা হলেন - স্যর গ্যারি সোবার্স, কপিল দেব, ক্রিস কেয়ার্নস ও স্যর ইয়ান বোথাম।
এই পাঁচজনেরই টেস্টে একই মাঠে একাধিক সেঞ্চুরি ও একাধিকবার ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার নজির রয়েছে। চেন্নাইয়ে অশ্বিনের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি হল। এছাড়া এই মাঠে চারবার ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার নজিরও রয়েছে তাঁর।
চেন্নাইয়েই জোড়া টেস্ট সেঞ্চুরি ও দুবার ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার নজির রয়েছে কপিলের। হেডিংলেতে সোবার্সের জোড়া সেঞ্চুরি ও দুবার পাঁচ উইকেট রয়েছে। হেডিংলেতে বোথামের জোড়া সেঞ্চুরি ও তিনবার পাঁচ উইকেট নেওয়ার নজির রয়েছে। অকল্যান্ডে কেয়ার্নসের জোড়া সেঞ্চুরি ও দুবার পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে। ছবি - পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -