IND vs BAN: জয়ের থেকে ড্রয়ের সংখ্যাই বেশি, গ্রিনপার্ক কি আদৌ পয়মন্ত রোহিতদের জন্য?
বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। ২৮০ রানের বিশাল ব্যবধানে নাজমুল হোসেন শান্তর দলকে হারিয়ে দিয়েছিল রোহিত শর্মা অ্যান্ড কোং।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদ্বিতীয় টেস্টে কানপুরে খেলতে নামবে ২ দল। এখনও পর্যন্ত এই মাঠে রোহিতদের রেকর্ড কিন্তু একেবারেই ঈর্ষণীয় নয়। এক নজরে দেখে নেওয়া যাক গ্রিন পার্কে রোহিত, বিরাটদের রেকর্ড।
গ্রিনপার্কে ভারতীয় ক্রিকেট দল এখনও পর্যন্ত ২৩টি টেস্ট খেলেছে। জয় পেয়েছে মাত্র ৭ টেস্টে। ৩ টেস্টে হার ও ১৩ টেস্টে ড্র করেছে ভারতীয় ক্রিকেট দল।
১৯৮৬ সালে গ্রিনপার্কে ভারতীয় দল শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে বোর্ডে তুলেছিল ৬৭৬/৭। যা এখনও পর্যন্ত দলগত সর্বাধিক এই মাঠে। গাওস্কর, আজহারউদ্দিন ও কপিল দেব সেঞ্চুরি করেছিলেন সেই ম্য়াচে।
ওয়েস্ট ইন্ডিজের ফাউড বাচুস ব্যক্তিগত সর্বোচ্চ রানের মালিক এই মাঠে। তিনি ২৫০ রান করেছিলেন ১৯৭৯ সালে। সেই ম্য়াচ যদিও ড্র হয়েছিল।
সেরা বোলিং ফিগার কানপুর গ্রিনপার্কে ভারতের যশুভাই পটেলের ঝুলিতে। ১৯৫৯ সালে ৬৯ রানের বিনিময়ে একাই ৯ উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।
ভারতের হয়ে কানপুরের গ্রিনপার্কে সর্বাধিক রান টেস্টে করেছেন গুন্ডাপ্পা বিশ্বনাথ। তিনি মোট ৭ ম্য়াচে ৭৭৬ রান করেছিলেন।
কপিল দেবের ঝুলিতে রয়েছে ভারতীয় বোলারদের মধ্যে সর্বাধিক উইকেট। তিনি ৭ ম্য়াচে মোট ২৫ উইকেট নিয়েছেন।
বর্তমান ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর তাঁর দীর্ঘদিনের ওপেনিং পার্টনার বীরেন্দ্র সহবাগকে নিয়ে ২০০৯ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে পার্টনারশিপে ২৩৩ রান যোগ করেছিলেন। যা সর্বাধিক রানের পার্টনারশিপ। গম্ভীর ১৬৭ ও সহবাগ ১৩১ রান করেছিলেন।
গ্রিনপার্কে সর্বাধিক সেঞ্চুরির মালিক ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। তিনি গ্রিনপার্কে মোট ৩টি সেঞ্চুরি হাঁকিয়েছেন
- - - - - - - - - Advertisement - - - - - - - - -