India vs Bangladesh: বিরল কীর্তির সামনে দাঁড়িয়ে রোহিত-কোহলিরা, কানপুরেই রেকর্ডবুকে উঠবে নাম?
আন্তর্জাতিক ক্রিকেটে বিরল একটি মাইলস্টোন থেকে মাত্র ২ কদম দূরে রোহিত শর্মা। আর ২টি সেঞ্চুরি করলেই আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির হাফসেঞ্চুরি হয়ে যাবে রোহিত শর্মার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রথম টেস্টে রান পাননি বিরাট কোহলি। দ্বিতীয় ইনিংসে তাঁর আউট নিয়ে যদিও বিতর্ক হয়েছিল। বল ব্যাটে লাগলেও তাঁকে এলবিডব্লিউ দেওয়া হয়েছিল।
আর ১২৯ রান করলেই টেস্টে ৯ হাজার রান পূর্ণ হবে কোহলির। ৮৮৭১ রান রয়েছে তাঁর ঝুলিতে।
আর একটি সেঞ্চুরি করলে সচিন তেন্ডুলকরের বিশ্বরেকর্ড স্পর্শ করবেন কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির সেঞ্চুরি হয়ে যাবে কিংগ কোহলির।
টেস্টে ২৯৯ উইকেট রয়েছে বাঁহাতি স্পিনার রবীন্দ্র জাডেজার। আর একটি উইকেট পেলে টেস্টে তিনশো উইকেট হয়ে যাবে তাঁর।
প্রথম টেস্টে খেলেননি কুলদীপ যাদব। আর ৬ উইকেট পেলে ৩০০ আন্তর্জাতিক উইকেট হয়ে যাবে কুলদীপের।
টেস্টে রোহিত শর্মার ৮৪টি ছক্কা রয়েছে। আর ৭টি ছক্কা মারলে টেস্টে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি ছয় মারার নজির গড়বেন হিটম্যান।
আর ৮৭ রান করলে টেস্টে ৬ হাজার রান পূর্ণ করবেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।
আর পাঁচ উইকেট নিলে টেস্টে ২০০ উইকেট হয়ে যাবে তাইজুল ইসলামের। ১৯৫ উইকেট রয়েছে তাঁর।
আর ৪ উইকেট পেলে আন্তর্জাতিক ক্রিকেটে ৩০০ উইকেট হয়ে যাবে বাংলাদেশের স্পিনার মেহেদি হাসান মিরাজের। ছবি - পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -