India vs England 2nd Test: হেডিংলের পর এজবাস্টনেও ফের শতরান হাঁকালেন শুভমন গিল, গড়লেন একগুচ্ছ রেকর্ড

Shubman Gill: ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টনে প্রথম দিনের খেলা শেষে শুভমন গিল ১১৪ রানে অপরাজিত রয়েছেন।

শতরানের পর গিলের ট্রেডমার্ক সেলিব্রেশন

1/9
হেডিংলে টেস্টে পরাজয়ের পর শুভমন গিলের অধিনায়কত্ব নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন। এজবাস্টনে ব্যাট হাতে অবশ্য নিজেকে প্রমাণ করে দিলেন তরুণ তুর্কি। হাঁকালেন অধিনায়কোচিত শতরান।
2/9
এদিন নিজের স্বভাবচিত আগ্রাসী ব্যাটিং ছেড়ে এজবাস্টনে খানিকটা দেখেশুনে ব্যাটিং করেন শুভমন গিল।
3/9
১২৫ বলে অর্ধশতরান হাঁকান। মাত্র তৃতীয় ভারতীয় অধিনায়ক হিসাবে হেডিংলেতে অর্ধশতরান হাঁকান তিনি।
4/9
এরপর একই মেজাজে শতরানও পূরণ করেন তিনি। বিরাট কোহলি, সুনীল গাওস্কর, বিজয় হাজারের পর মাত্র তৃতীয় ভারতীয় অধিনায়ক হিসাবে নিজের প্রথম দুই টেস্টেই শতরান হাঁকালেন গিল।
5/9
বিরাট কোহলি অধিনায়ক হওয়ার পরে তাঁর প্রথম ৩টি টেস্ট ম্যাচে টানা সেঞ্চুরি করেছিলেন। যদি গিল তাঁর পরের টেস্টেও সেঞ্চুরি করেন, তবে এই ক্ষেত্রে তিনি বিরাট কোহলির সমকক্ষ হবেন।
6/9
এই দুই টেস্ট বাদে ঘরের মাঠেও ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে সেঞ্চুরি এসেছিল গিলের ব্যাট থেকে।
7/9
মহম্মদ আজহারউদ্দিন, রাহুল দ্রাবিড়, দিলীপ বেঙ্গসরকারদের মতো তিনিও টানা তিন টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে শতরান করলেন।
8/9
সবথেকে বড় বিষয় হল গিল ৯৬.৫ শতাংশ শট নিয়ন্ত্রণে খেলে এজবাস্টনে শতরান হাঁকান।
9/9
ইংল্যান্ডে পরিসংখ্যান সংগ্রহ শুরু হওয়ার পর থেকে আর কোনও ব্যাটার এত নিয়ন্ত্রণে সেঞ্চুরি করেননি।
Sponsored Links by Taboola