Eden Gardens: বিশ্বের আর কোনও মাঠে ভারতের এই রেকর্ড নেই, শুনলে গর্ব করবেন বাংলার ক্রিকেটপ্রেমীরা

বুধবার ইডেনে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে সাত উইকেটে গুঁড়িয়ে দিল ভারত। ৪৩ বল বাকি থাকতে ম্যাচ জিতে নিল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
কার্যত একপেশেভাবে ইংরেজদের গুঁড়িয়ে দিল ভারত। সেই সঙ্গে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে ১-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া।

ইডেনে অনবদ্য এক রেকর্ডও গড়ে ফেলল ভারত। যে কীর্তি বিশ্বের আর কোনও মাঠে করে দেখাতে পারেনি টিম ইন্ডিয়া।
ইডেনে টানা সাতটি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ জিতল ভারত। ২০১৬ সাল থেকে শুরু করে ২০২৫ সাল পর্যন্ত।
ভারতে তো বটেই, বিশ্বের আর কোনও মাঠে এই কীর্তি নেই টিম ইন্ডিয়ার।
ভারতীয় দলে স্পর্শ করল পাকিস্তানের রেকর্ড। করাচিতে টানা সাতটি আন্তর্জাতিক টি-২০ জেতার নজির রয়েছে পাক দলের।
কার্ডিফে ইংল্যান্ড জিতেছে টানা আটটি টি-২০ ম্যাচ। ২০১০ থেকে ২০২১ সাল পর্যন্ত।
ইডেনে টস জিতে প্রথমে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠায় ভারত। মাত্র ১৩২ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড।
জবাবে ১২.৫ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে লক্ষ্যপূরণ ভারতের। ৩৪ বলে ৭৯ রান করে ইংরেজদের ছারখার করে দেন অভিষেক শর্মা।
৪ ওভারে ২৩ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন বরুণ চক্রবর্তী। যিনি কেকেআরে খেলেন এবং ইডেন আইপিএলে যাঁর হোমগ্রাউন্ড। ছবি - বিসিসিআই এক্স
- - - - - - - - - Advertisement - - - - - - - - -