Suryakumar Yadav: কুড়ির ফর্ম্য়াটে তিনিই অধিনায়ক, চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতীয় দলে কেন ব্রাত্য সূর্যকুমার?

Champions Trophy 2025: ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের জার্সিতে রঞ্জি খেলেন। দলীপ ট্রফি, মুস্তাক আল, বিজয় হাজারে সবেতেই দেখা যায় স্কাইকে। তাহলে জাতীয় দলে ওয়ান ডে ফর্ম্য়াটেও বাতিল কেন?

সূর্যকুমার যাদব (ছবি পিটিআই)

1/10
টি-টোয়েন্টি ফর্ম্য়াটে জাতীয় দলের অধিনায়ক তিনি। কিন্তু সূর্যকুমার যাদবকে ওয়ান ডে ও টেস্ট ফর্ম্য়াটে ভাবা হয় না।
2/10
ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের জার্সিতে রঞ্জি খেলেন। দলীপ ট্রফি, মুস্তাক আল, বিজয় হাজারে সবেতেই দেখা যায় স্কাইকে। তাহলে জাতীয় দলে ওয়ান ডে ফর্ম্য়াটেও বাতিল কেন?
3/10
আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছিল কিছুদিন আগে। ১৫ সদস্যের ভারতীয় দলে সুযোগ পাননি সূর্যকুমার যাদব।
4/10
এই মুহূর্তে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলতে ইডেনে উপস্থিত সূর্য। কেন তাঁকে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডের বাইরে রাখা হয়েছে, নিজেই জানালেন ডানহাতি ব্যাটার।
5/10
সূর্যকুমার যাদব বলেন, ''আমি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নিজে নেই। তার জন্য একটুকুও হতাশ হইনি। দলটা একেবারে পারফেক্ট হয়েছে।''
6/10
সূর্য আরও বলেন, ''আমি যদি ওয়ান ডে ফর্ম্য়াটে ভাল পারফর্ম করতে পারতাম। তাহলে আমাকেও হয়ত স্কোয়াডের জন্য ভাবা হত। কিন্তু আমি পারফর্ম করতে পারিনি যোগ্যতা অনুযায়ী। তার জন্যই বাদ পড়তে হয়েছে। এটা আমাকে মেনে নিতেই হবে।''
7/10
ওয়ান ডে ফর্ম্য়াটে ২০২৩ বিশ্বকাপেও ভারতীয় দলে ছিলেন সূর্যকুমার। কিন্তু তেমন নজরকাড়া কোনও পারফরম্য়ান্স করতে পারেননি তিনি।
8/10
এখনও পর্যন্ত মোট ২৫টি ওয়ান ডে ম্য়াচে ৪৭৬ রান করেছেন। গড় মাত্র ২৪। ঝুলিতে দুটো মাত্র অর্ধশতরান রয়েছে তাঁর।
9/10
নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ভাল শুরু করেও বড় রান করতে পারেননি। এছাড়া অজিদের বিরুদ্ধে ঘরের মাঠে ওয়ান ডে সিরিজে তো টানা শূন্য রানে আউট হয়েছেন। যার জন্যই এই ফর্ম্য়াটে তাঁকে নিয়ে ভাবেননি নির্বাচকরা।
10/10
টি-টোয়েন্টি ফর্ম্যাটে অবশ্য সূর্যকুমার দলের অধিনায়ক ও গুরুত্বপূর্ণ সদস্য়। বিশ্বের সেরা ব্যাটারদের একজন এই ডানহাতি।
Sponsored Links by Taboola