Rishabh Pant: অভিশপ্ত ৯৯! পন্থই প্রথম নন, ভারতের আর কারা এই দুর্ভাগ্যের শিকার হয়েছেন?

বেঙ্গালুরুতে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় ইনিংসে দুরন্ত ইনিংস খেললেন ঋষভ পন্থ। তবে ৯৯ রানে আউট হয়ে ড্রেসিংরুমে ফিরলেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
হাঁটুর চোট উপেক্ষা করে ব্যাট করতে নেমেছিলেন। মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হল বাঁহাতি উইকেটকিপার-ব্যাটারের।

তবে টেস্টে 'আনলাকি ৯৯' রানে আউট হওয়া একমাত্র ভারতীয় ব্যাটার নন পন্থ। তিনি যোগ দিলেন সেই হতভাগ্যদের দলে, যাঁদের ৯৯ রানে আউট হওয়ার তিক্ত অভিজ্ঞতা রয়েছে।
কারা রয়েছেন সেই তালিকায়? প্রথমেই সৌরভ গঙ্গোপাধ্যায়। ১৯৯৭ সালে নাগপুরে শ্রীলঙ্কার বিরুদ্ধে ও ২০০২ সালে ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ডের বিরুদ্ধে ৯৯ রানে আউট হন সৌরভ।
২০১২ সালে নাগপুরে ইংল্যান্ডের বিরুদ্ধে ৯৯ রানে রান আউট হয়ে যান ধোনি।
১৯৯৪ সালে বেঙ্গালুরুতেই শ্রীলঙ্কার বিরুদ্ধে ৯৯ রান করে আউট হয়েছিলেন প্রাক্তন ক্রিকেটার নভজ্যোৎ সিংহ সিধু।
২০১০ সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিরুদ্ধে আনলাকি ৯৯-এর শিকার হয়েছিলেন বীরেন্দ্র সহবাগ। যাঁর ব্যাটিং ভঙ্গির সঙ্গে অনেকে পন্থের সাদৃশ্য পান।
পন্থ নন, ভারতীয় ব্যাটারদের মধ্যে টেস্টে সকলের আগে ৯৯ রানে আউট হওয়ার তিক্ত অভিজ্ঞতা হয়েছিল পঙ্কজ রায়ের। বাংলার ক্রিকেটার ১৯৫৯ সালে দিল্লিতে ৯৯ রানে আউট হন।
১৯৬০ সালে কানপুরে পাকিস্তানের বিরুদ্ধে এম এল জয়সীমা, ১৯৬৮ সালে অকল্যান্ডে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে রুসি সূর্তি, ২০১৪ সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মুরলী বিজয়, ১৯৬৭-৬৮ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অজিত ওয়াড়েকর ৯৯ রানে আউট হন।
পন্থের ইনিংসের প্রশংসা সব মহলেই। তবে মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হওয়ার আক্ষেপ থেকে যাবে বাঁহাতি তরুণের। - পিটিআই ও গেটি ইমেজেস
- - - - - - - - - Advertisement - - - - - - - - -