IND vs PAK: দু-দেশের ক্রিকেট ভবিষ্যৎ অনিশ্চিত, কবে থেকে শুরু হয়েছিল ভারত-পাকিস্তান ২২ গজের লড়াই?

IND vs PAK Update: ভারত ও পাকিস্তানের মুখোমুখি মহারণে ১৩৬ বার দু দেশ আমনে সামনে হয়েছে। সেখানে ৭৩ ম্য়াচ জিতেছে পকিস্তান। ৫৮ ম্য়াচ জিতেছে ভারত।

ভারত বনাম পাকিস্তান

1/9
বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় ডুয়েল। ভারত বনাম পাকিস্তান দ্বৈরথ। আইসিসি ইভেন্ট ছাড়া এই দুই দেশকে যদিও ২২ গজের লড়াইয়ে দেখা যায় না।
2/9
সম্প্রতি ভারত ও পাকিস্তানের রাজনৈতিক ও কূটনৈতিক সমীকরণ যেখানে দাঁড়িয়ে তাতে আগামীতে আর এই দুই দেশের লড়াই দেখা যাবে কি না ২২ গজে, তা নিয়েও সন্দেহ দেখা যাচ্ছে।
3/9
পেহলগাঁওতে জঙ্গি হামলার পর বিসিসিআইয়ের তরফেও শোনা যাচ্ছে আইসিসির কাছে নাকি আবেদন জানানো হয়েছে যাতে এক গ্রুপে ভারত-পাকিস্তানকে না রাখা হয়।
4/9
এক নজরে দেখে নেওয়া যাক ভারত-পাকিস্তানের ২২ গজের এই লড়াই শুরু হয়েছিল কবে থেকে। টেস্ট, ওয়ান ডে ও টি-টোয়েন্টি ফর্ম্য়াটে কবে থেকে শুরু হয়েছিল লড়াই তা দেখে নেওয়া যাক।
5/9
ভারত ও পাকিস্তান দুই দেশের প্রথম টেস্ট ম্য়াচটি হয়েছিল ১৯৫২ সালে। দিল্লির ফিরোজ শাহ কোটলায় এই ম্য়াচটি হয়েছিল। ইনিংস ও ৭২ রানে জয় ছিনিয়ে নেয় ভারত।
6/9
ভারত ও পাকিস্তানের মধ্যে ওয়ান ডে ফর্ম্য়াটে প্রথম লড়াই হয়েছিল ১৯৭৮ সালে পাকিস্তানের কোয়েটায়। ১৭০ রান করেছিল ভারত। রান তাড়া করতে নেমে ১৬৬ -র বেশি তুলতে পারেনি পাকিস্তান।
7/9
টি-টোয়েন্টি ফর্ম্য়াটে ভারত ও পাকিস্তান প্রথম মুখোমুখি হয়ে ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে। সেই ম্য়াচটি বোল আউট হয়েছিল।
8/9
ভারত ও পাকিস্তানের মুখোমুখি মহারণে ১৩৬ বার দু দেশ আমনে সামনে হয়েছে। সেখানে ৭৩ ম্য়াচ জিতেছে পকিস্তান। ৫৮ ম্য়াচ জিতেছে ভারত।
9/9
আইসিসি ইভেন্টে অবশ্য ভারতের থেকে কয়েকশো যোজন পিছিয়ে পাকিস্তান। মোট ১৫ বারের সাক্ষাতে ১৪ বারই জয় ছিনিয়ে নিয়েছে ভারত।
Sponsored Links by Taboola