India vs Pakistan: হিসেব সমান করার সুযোগ সূর্যকুমারদের সামনে, কী বলছে ভারত-পাকিস্তান ফাইনালের রেকর্ড?

Asia Cup Final: এশিয়া কাপের ফাইনালে রবিবার মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ - ভারত ও পাকিস্তান। ট্রফি যুদ্ধে নামবে দুই দেশ।

ভারত-পাকিস্তান ফাইনাল রবিবার। - আইএএনএস

1/10
এশিয়া কাপের ফাইনালে রবিবার মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ - ভারত ও পাকিস্তান। ট্রফি যুদ্ধে নামবে দুই দেশ।
2/10
এশিয়া কাপের ইতিহাসে এই প্রথম ফাইনালে খেলবে ভারত ও পাকিস্তান। মরুদেশে ইতিহাসের হাতছানি।
3/10
গ্রুপ পর্বে ও সুপার ফোরে - দু'বারের সাক্ষাতে পাকিস্তানকে হেলায় হারিয়েছে ভারত। রবিবার কী হবে?
4/10
ভারত ও পাকিস্তান এর আগে ৫টি বহুদেশীয় টুর্নামেন্টের ফাইনালে একে অপরের বিরুদ্ধে খেলেছে। এশিয়া কাপ ফাইনালের আগে সেই পাঁচ ম্যাচের ফলাফল এক ঝলকে দেখে নেওয়া যাক।
5/10
১৯৮৫ সালে মেলবোর্নে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ ক্রিকেটের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। সেই প্রথম কোনও বহুদেশীয় টুর্নামেন্টের ফাইনালে খেলে দুই দেশ। ৮ উইকেটে পাকিস্তানকে হারায় ভারত।
6/10
পরের বছর অর্থাৎ ১৯৮৬ সালে শারজায় অস্ট্রেলেশিয়া কাপের ফাইনালে ফের মুখোমুখি হয় ভারত-পাক। রুদ্ধশ্বাস সেই ম্যাচে ভারতকে ১ উইকেটে হারিয়ে ট্রফি জেতে পাকিস্তান।
7/10
১৯৯৪ সালে ফের শারজায় অস্ট্রেলেশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান। সেবারও শেষ হাসি পাকিস্তানের। ৩৯ রানে হারায় ভারতকে।
8/10
২০০৭ সালে জোহানেসবার্গে টি-২০ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। সেই ম্যাচে ৫ রানে পাকিস্তানকে হারিয়ে প্রথমবারের টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় মহেন্দ্র সিংহ ধোনির ভারত।
9/10
২০১৭ সালে ওভালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ভারতকে ১৮০ রানে হারায় পাকিস্তান। সেই প্রথম কোনও আইসিসি টুর্নামেন্টে ভারতকে হারায় পাকিস্তান।
10/10
সব মিলিয়ে ৫ বার বহুদেশীয় টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয়ে ভারত জিতেছে দুবার। পাকিস্তান ৩বার ট্রফি জিতেছে। রবিবার হিসেব সমান করার পালা কি ভারতের? ছবি - আইএএনএস
Sponsored Links by Taboola