Asia Cup: ৫০ ওভারের এশিয়া কাপে সর্বাধিক রান করেছেন কোন ভারতীয় ব্যাটার?
ভারতের সফলতম ওপেনারদের নাম উঠলে গৌতম গম্ভীরের নাম সামনে আসাটা খুবই স্বাভাবিক। নিজের লড়াকু মানসিকতা ও বড় বড় ম্যাচে দলের হয়ে পারফর্ম করার জন্য সুখ্যাতি ছিল তাঁর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএশিয়া কাপে ১৩ ম্যাচে গৌতম গম্ভীর ভারতের হয়ে ৪৪.০৭ গড়ে পাঁচটি অর্ধশতরান এবং একটি শতরানের সুবাদে মোট ৫৭৩ রান করেছেন।
যে কোনও ফর্ম্যাট, যে কোনও টুর্নামেন্ট, যে কোনও দেশে সর্বোচ্চ রানসংগ্রাহকদের তালিকায় বিরাট কোহলির নাম না থাকাটাই বিস্ময়ের।
এশিয়া কাপেই কোহলি নিজের সর্বোচ্চ ১৮৩ রানের ইনিংসটি খেলেন পাকিস্তানের বিরুদ্ধে। ১১ ম্যাচে কোহলি ৬১.৩০ গড়ে মোট ৬১৩ রান করেছেন এই টুর্নামেন্টে।
অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির তত্ত্বাবধানে ভারতীয় দল ২০১০ ও ২০১৬, দুইবার ৫০ ওভারের ফর্ম্যাটে আয়োজিত এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়।
ব্যাটার ধোনিও কিন্তু এশিয়া কাপে দুরন্ত পারফর্ম করেছেন। ১৯ ম্যাচে এশিয়া কাপে ব্যাটার ধোনির সংগ্রহ ৬৪৮ রান।
এশিয়া কাপের সর্বোচ্চ রানসংগ্রাহক ভারতীয়দের তালিকায় বর্তমান ক্রিকেটারদের মধ্য়ে কোহলির পাশাপাশি রয়েছেন রোহিত শর্মাও।
রোহিত এখনও পর্যন্ত ২২টি ম্যাচে এই টুর্নামেন্টে ৭৪৫ রান করেছেন। তিনি ছয়টি অর্ধশতরানের পাশাপাশি একটি শতরানও করেছেন এই এশিয়া কাপে।
বিশ্বের সিংহভাগ ব্যাটিং রেকর্ডই তাঁর দখলে। এক্ষেত্রেও তালিকায় এক নম্বরে 'মাস্টার ব্লাস্টার' সচিন তেন্ডুলকর।
৫১.০১ গড়ে সচিন এশিয়া কাপে মোট ৯৭১ রান করেছেন। সাতটি অর্ধশতরান ও দুইটি শতরান করার কৃতিত্ব রয়েছে তাঁর দখলে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -