CWC 2023: বিশ্বকাপের মঞ্চেই একাধিক রেকর্ড গড়ার হাতছানি রোহিত শর্মার সামনে
আর মাত্র দিনকয়েকের অপেক্ষা। তারপরেই শুরু হয়ে যাবে বিশ্বকাপের মহারণ। রোহিতের নেতৃত্বাধীন ভারতীয় দল তৃতীয় বিশ্বখেতাব জয়ের আশায় মাঠে নামবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসদ্যই এশিয়া কাপ জিতে টিম ইন্ডিয়া কিন্তু বিশ্বকাপের আগে ভাল ফর্মেই রয়েছে।
বিশ্বকাপে তিনটি অর্ধশতরান হাঁকালে তিন ফর্ম্যাট মিলিয়ে মাত্র ষষ্ঠ ভারতীয় হিসাবে ১০০টি অর্ধশতরান করে ফেলবেন ভারতীয় অধিনায়ক। তিনি আপাতত ওয়ান ডেতে ৫২, টি-টোয়েন্টিতে ২৯ এবং টেস্টে ১৬টি হাফসেঞ্চুরি করেছেন।
এই বিশ্বকাপের ব্যাটার রোহিতের সামনেও একাধিক রেকর্ড গড়ার হাতছানি রয়েছে।
আর প্রয়োজন মাত্র তিনটি ছয়। বিশ্বকাপে তিনটি ছক্কা হাঁকালেই আন্তর্জাতিক ক্রিকেটে ক্রিস গেলের সর্বাধিক (৫৫৩) ছয় হাঁকানোর রেকর্ড নিজের নামে করে ফেলবেন 'হিটম্যান'।
বিশ্বকাপে রোহিত আর একটি শতরান হাঁকালেই ভারতীয় হিসাবে বিশ্বকাপে সচিন তেন্ডুলকরের সর্বাধিক শতরানের রেকর্ড ভেঙে দেবেন। উভয়ের দখলেই বর্তমানে বিশ্বকাপে ছয়টি শতরান করার কৃতিত্ব রয়েছে।
আর ২২ রান করতে পারলেই মাত্র চতুর্থ ভারতীয় হিসাবে বিশ্বকাপে রোহিত হাজার রানের গণ্ডি পার করে ফেলবেন। তিনি আপাতত বিশ্বকাপের ১৭টি ম্যাচে ৯৭৮ রান করেছেন।
আর ৩৫২ রান করলে আন্তর্জাতিক ক্রিকেটে পঞ্চম ভারতীয় হিসাবে ১৮ হাজার রান করার কৃতিত্বও চলে আসবে রোহিতের ঝুলিতে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -