Indian Cricket Team: ছ'ঘণ্টা চলল 'ময়নাতদন্ত', কিউয়িদের হাতে হোয়াইটওয়াশের পরেই রোহিত, গম্ভীরের সঙ্গে ম্যারাথন বৈঠক!
ঘরের মাঠে ১২ বছর পর টেস্ট সিরিজ় হার। তাও শুধু হার নয়, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়েই টেস্ট ইতিহাসে প্রথমবার ঘরের মাঠে তিন বা ততোধিক টেস্টের সিরিজ়ে হোয়াইটওয়াশ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএমন এক ভরাডুবির পর আলোচনা, পর্যালোচনা হওয়াটা খুবই স্বাভাবিক। এমনই হয়েছেও।
পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী প্রায় ছয় ঘণ্টা ধরে ভারতীয় দলের ভরাডুবির নিয়ে আলোচনা চলে।
সেই বৈঠকে অধিনায়ক রোহিত শর্মা, কোচ গৌতম গম্ভীর, প্রধান নির্বাচক অজিত আগরকরের সঙ্গে ছিলেন বিসিসিআই সচিব জয় শাহ ও সভাপতি রজার বিনিও।
পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী দল নির্বাচন, কোচিং পরিকল্পনা, মাঠের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে এই সুদীর্ঘ বৈঠকে আলোচনা করা হয়।
সামনেই বর্ডার-গাওস্কর ট্রফি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সিরিজ়ের ফলাফলের ওপরেই আবার ভারতীয় দলের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলা বা সুযোগ না পাওয়া নির্ভরশীল। এমন পরস্থিতিতে এই সিরিজ়ে যাতে দল আবার নিজেদের সেরাটা দিতে পারে সেই লক্ষ্যেই হয় বৈঠক।
খবর অনুযায়ী গম্ভীরের কোচিংয়ের ধরন নিয়েও বৈঠকে আলোচনা করা হয়। তাঁর কোচিংয়ের ধরন পূর্বসূরি রাহুল দ্রাবিড়ের থেকে সম্পূর্ণই ভিন্ন।
গম্ভীরের এই কোচিং ভারতীয় দলকে ভবিষ্যতে সাহায্য করলেও, তাঁর কোচিং পদ্ধতির সঙ্গে এখনও অনেক ক্রিকেটারই খাপ খাইয়ে উঠতে পারেননি।
গম্ভীরের কোচিংয়ের ধরন নিয়ে সরাসরি কোনও প্রশ্ন তোলা হয়েছিল কি না, সেই নিয়ে প্রশ্নচিহ্ন থাকলেও, দলের একাংশ এই ধরনের বিস্তর পার্থক্য নিয়ে নিশ্চিত নয় বলেই মনে করা হচ্ছে।
এই সবের মধ্যেও ভারতীয় দল বর্ডার-গাওস্কর ট্রফিতে ভারতীয় দল সাফল্য় পায় কি না, এবার সেটাই দেখার বিষয়। ছবি: পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -