Jasprit Bumrah: মা চাননি ক্রিকেটার হন, টিভি দেখে শিখেছিলেন বোলিং, তারকা বোলার যশপ্রীত বুমরার উত্থানের কাহিনি
বর্তমান প্রজন্মের সর্বসেরা ফাস্ট বোলারদের মধ্যে যশপ্রীত বুমরার নাম থাকতে বাধ্য। মতান্তরে তিনি ভারতীয় দলের সর্বকালের সর্বসেরা ফাস্ট বোলারও বটে। তবে একসময় কিন্তু এই ক্রিকেট খেলা ছেড়ে দেবেন বলেই ভেবেছিলেন বুমরাহ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআর পাঁচজন ভারতীয়র মতো বুমরার হাতেখড়িও গলি ক্রিকেটে। আমদাবাদের গোয়েল ইন্টারসিটিতে গলি ক্রিকেট খেলতেন বুমরা। তবে অল্পবয়সেই বাবাকে হারানোয় জীবনযুদ্ধটা ছিল বেশ কঠিন। বুমরার মা প্রচুর খাটাখাটনি করে সংসার চালাতেন।
নির্মান হাই স্কুলে পড়া বুমরা স্বপ্ন দেখতেন ক্রিকেটার হওয়ার। অবশ্য বুমরার মা তাঁর ক্রিকেট খেলার বিপক্ষেই ছিলেন। ক্রিকেটের জন্য দশম শ্রেণির পরীক্ষায় কম নম্বর পেতে পারেন, উদ্বিগ্ন ছিলেন মা। তাই বুমরা নিজেই জানিয়েছিলেন তাঁকে একটা সময় টিভি দেখে বোলিং শিখতে হয়েছিল।
ওই বছর গুজরাতের হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে তৎকালীন মুম্বই ইন্ডিয়ান্সের কোচ বুমরাকে বল করতে দেখেন এবং তাঁকে মুম্বই দলে সুযোগ দেন। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে।
ইতিমধ্যেই ভারতের হয়ে ৩০ বছর বয়সি বুমরা টেস্টে ১৫৯, ওয়ান ডেতে ১৪৯ এবং টি-টোয়েন্টিতে ৮৯টি উইকেট নিয়ে ফেলেছেন। ছবি: পিটিআই
২০১৩ সালের আইপিএল অভিষেকে বুমরা তিন উইকেট নিয়ে নজর কাড়েন। আরসিবির হয়ে গেল ঝড়েও বুমরার বোলিং ছিল বেশ নজরকাড়া।
আইপিএল অভিষেকের তিন বছরের মধ্যেই জাতীয় দলেও সুযোগ পেয়ে যান বুমরা। তাঁর দুরন্ত ডেথ বোলিং এবং ঠিকানা লেখা ইয়র্কার জাতীয় দলের নির্বাচকদের নজর কাড়ে।
অবশ্য নিজের লাল বলের আন্তর্জাতিক অভিষেক ঘটাতে বুমরাকে আরও দুই বছর অপেক্ষা করতে হয়। ২০১৮ সালে বুমরা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে রামধনুর দেশেই নিজের টেস্ট অভিষেক ঘটান।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -