IND vs SL: কেমন হতে পারে আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় একাদশ?
ওপেনিংয়ে দেখা যাবে ঈশান কিষাণকে। কিছুদিন আগেই বাংলাদেশের বিরুদ্ধে ওয়ান ডে ম্য়াচে দ্বিশতরান হাঁকিয়েছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appটি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন। জাতীয় দলের জার্সিতে কুড়ির ফর্ম্যাটে ধীরে ধীরে নিজের জায়গা পাকা করেছেন অর্শদীপ।
ঈশানের সঙ্গী হবেন রুতুরাজ গায়কোয়াড। রোহিত, রাহুল না থাকায় আবার একবার সুযোগ চলে এসেছে তাঁর কাছে নিজেকে প্রমাণ করার।
ব্যাট হাতে জাতীয় দলের জার্সিতে অভিষেকের পর খুব অল্প সময়ই সেঞ্চুরি হাঁকিয়েছেন টি-টােয়েন্টিতে। বল হাতেও মাঝের ওভারগুলোয় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন।
একজন প্রকৃত অলরাউন্ডার। লোয়ার অর্ডারে ব্যাট হাতে ঝড় তুলতে পারেন। এছাড়াও প্রতিপক্ষ চাপে ফেলে দেন বাঁহাতি অফস্পিন করে।
অভিজ্ঞ লেগস্পিনার। সময়ের সঙ্গে সঙ্গে দলের অপরিহার্য সদস্য হয়ে উঠেছেন। চাহাল থাকবেন প্রথম একাদশে।
দলের অধিনায়ক হিসেবে দেখা যাবে হার্দিক পাণ্ড্যকে। আইপিএলে অধিনায়ক হিসেবে চ্যাম্পিয়ন হয়েছেন হার্দিক। এবার রোহিতের অনুপস্থিতিতে জাতীয় দলকেও নেতৃত্ব দেবেন। যদিও এর আগে আয়ারল্যান্ড সিরিজেও তিনি ক্যাপ্টেন ছিলেন।
তরুণ পেসার হর্ষল পটেল রয়েছেন তালিকায়। আইপিএলে অন্যতম ধারাবাহিক বোলার। তাঁর অভিজ্ঞতা অবশ্যই কাজে দেবে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে।
সমালোচকদের জবাব দেওয়ার সুযোগ সঞ্জু স্য়ামসনের সামনেও। পন্থ থাকলে তাঁর সুযোগ খুব একটা মেলে না। কিন্তু এবার নিজেকে মেলে ধরার সুযোগ পাচ্ছেন স্যামসন।
সীমিত ওভারের ফর্ম্যাটে জাতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলেন সূর্যকুমার যাদব। তিন নম্বর পজিশনে আজ ব্যাট করতে পারেন তিনি।
গতির জন্যই নজরে এসেছিলেন উমরান মালিক। এখনও পর্যন্ত বিরাট কোনও পারফরম্যান্স জাতীয় দলের জার্সিতে না থাকলেও আজকে লঙ্কা শিবিরের সামনে কিন্তু ত্রাস হয়ে উঠতে পারেন উমরান মালিক।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -