Cold Wave: জবুথবু গোটা উত্তর, ঠান্ডার আমেজে মানালিতে শুরু কার্নিভাল
বাংলায় এখনও ঠান্ডা নেই। কিন্তু গোটা উত্তর ও উত্তর পশ্চিম ভারতে ছবিটা একেবারে উল্টো। প্রবল ঠান্ডায় কাঁপছে ভারতে ওই গোটা এলাকা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঘন কুয়াশা এবং শৈত্য প্রবাহের দাপটে কার্যত জবুথবু গোটা উত্তর ভারত। নতুন বছরের প্রথম সপ্তাহে এমনই আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
সোমবারও ঠান্ডা কেঁপেছে দিল্লি থেকে রাজস্থান। উত্তরাখন্ড, পঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশে ঘন কুয়াশা থাকার সতর্কবার্তা রয়েছে আবহাওয়া দফতরের তরফে। এই রাজ্যগুলির কিছু কিছু জায়গায় তীব্র ঠান্ডার দাপটও দেখা যাবে।
একই পরিস্থিতি দেখা যাবে পশ্চিম মধ্যপ্রদেশের কিছু জায়গায়। আগামী ২-৪ দিন হিমাচল প্রদেশে শৈত্যপ্রবাহের সতর্কতা রয়েছে। একই সতর্কতা রয়েছে রাজস্থানের কিছু এলাকাতেও।
ইন্ডিয়ান মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট (IMD)-এর বুলেটিন বলছে ভারতীয় গাঙ্গেয় অববাহিকার উপর হালকা বায়ু এবং অতিরিক্ত আর্দ্রতা থাকার কারণে উত্তরাখন্ড, উত্তরপ্রদেশ, হরিয়ানা, পঞ্জাবের একাধিক এলাকায় আগামী ২-৩ দিন ঘন থেকে অতি ঘন কুয়াশার দাপট দেখা যাবে।
একই পরিস্থিতি থাকবে বিহারেও। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, অসম, মধ্য প্রদেশ ও ওড়িশার কিছু জায়গাতেও আগামী ২ দিন কুয়াশার দাপট দেখা যাবে।
IMD জানাচ্ছে, আগামী ২ দিনে উত্তর পশ্চিম ভারত এবং মধ্য ভারতের কিছু জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
প্রবল ঠান্ডার কারণে পঞ্জাবে আরও এক সপ্তাহ শীতের ছুটি বেড়েছে পঞ্জাবের সব সরকারি ও বেসরকারি স্কুলগুলিতে। শীতের কারণে বদলেছে স্কুলের সময়ও। উত্তরপ্রদেশের লখনউতে প্রবল শীত এড়াতে সোমবার থেকে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ক্লাসের সময় সকালে দশটা থেকে দুপুর ২ টো পর্যন্ত করেছে। উত্তরপ্রদেশেই সীতাপুরে বেড়েছে স্কুলের ছুটি। শীতকালীন স্কুলের ছুটি বেড়েছে হরিয়ানাতেও। রাজস্থানের শিকারের ফতেহপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস।
কদিন ছাড়া দিয়ে ফের কড়া শীত দিল্লিতে। একদিকে যেমন ঠান্ডা বাড়ছে, তেমনই রাজধানীতে বায়ুদূষণও বাড়ছে লাফিয়ে।
ঠান্ডার মাঝেই হিমাচল প্রদেশে মানালিতে উইন্টার কার্নিভাল শুরু হয়েছে। সেখানে চলছে উদযাপন। সব ছবি: PTI
- - - - - - - - - Advertisement - - - - - - - - -