Indian Cricket Team: ষষ্ঠ ভারতীয় হিসাবে ১০ হাজার রান পূর্ণ করেছেন রোহিত, তালিকায় আর কারা রয়েছেন?
আন্তর্জাতিক ওয়ান ডে দ্রুততম হাজার রানের গণ্ডি পার করা ব্যাটারদের তালিকায় প্রথম ১৫০ জনেও ছিলেন রোহিত শর্মা। তবে সেই রোহিতই শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে বিশ্বের দ্বিতীয় দ্রুততম ব্যাটার হিসাবে ১০ হাজার রানের গণ্ডি পার করে ফেললেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appষষ্ঠ ভারতীয় হিসাবে ১০ হাজার ওয়ান ডে রান করেন রোহিত। ২৪৮টি ম্যাচে ৪৮.৯৩ গড় ও ৯০.২৭ স্ট্রাইক রেটে রোহিত মোচ ১০, ০৩৩১ রান করেছেন এখনও পর্যন্ত। তাঁর দখলে ৩০টি ওয়ান ডে শতরান ও ৫১টি অর্ধশতরান করার কৃতিত্ব রয়েছে।
ভারতের হয়ে সর্বকালের সর্বাধিক ওয়ান ডে রান করার তালিকায় রোহিতের আগেই রয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। মাহি ৫০.২৩ গড়ে ১০৫৯৯ ওয়ান ডে রান করেছেন।
তালিকায় ভারতীয় দলের বর্তমান কোচ রাহুল দ্রাবিড়ও রয়েছেন। তিনি ধোনির থেকে সামান্য বেশি, ১০৭৬৮ রান করেছেন ৩৯.১৫ গড়ে।
দ্রাবিড়ের সতীর্থ তথা প্রাক্তন ভারতীয় অধিনায়ক ও বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ১১২২১ রান করেছেন। তাঁর ব্যাটিং গড় ৪০.৯৫। ওয়ান ডেতে ২২টি শতরান হাঁকিয়েছেন সৌরভ। গোটা বিশ্বের মধ্যে তিনি ওয়ান ডেতে নবম সর্বোচ্চ রানসংগ্রাহক।
রোহিতের সতীর্থ এবং এই তালিকায় মাত্র দ্বিতীয় এমন ক্রিকেটার যিনি এখনও খেলা চালিয়ে যাচ্ছেন, তিনি হলেন বিরাট কোহলি। কোহলিই দ্রুততম ব্যাটার হিসাবে ১০ হাজার রানের গণ্ডি পার করেছেন।
তিনি সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে দ্রুততম ব্যাটার হিসাবে ১৩ হাজার ওয়ান ডে রান করার রেকর্ডও নিজের দখলে এনেছেনে। 'কিং কোহলি'-র দখলে আপাতত ১৩০২৭ রান রয়েছে।
ওয়ান ডে ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ রানসংগ্রাহক সচিন তেন্ডুলকর। সচিন ৪৬৩টি ম্যাচে ৪৪.৮৩ স্ট্রাইক রেটে মোট ১৮৪২৬ ওয়ান ডে রান করেছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -