Indian Cricket Team: পেনশনবাবদ বিসিসিআইয়ের তরফে ধোনি, সচিনদের প্রতি মাসে কত টাকা করে দেওয়া হয়?
BCCI: ২০২২ সালেই বিসিসিআইয়ের তরফে ভারতীয় ক্রিকেটারদের পেনশনের অর্থ বৃদ্ধি করার কথা ঘোষণা করেছিলেন তৎকালীন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্য়ায়।
ধোনি ও সচিনের মধ্যে কে বেশি পেনশন পান?
1/9
ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে যে কোনও বড় সংস্থার মতোই প্রাক্তন কর্মচারী এক্ষেত্রে ক্রিকেটারদের অবসরের পর তাঁদের মাসিক পেনসন দেওয়া হয়ে থাকে।
2/9
সৌরভ গঙ্গোপাধ্যায় বোর্ড সভাপতি থাকাকালীন, ২০২২ সালে এই পেনসনের পরিমাণ আগের থেকে অনেকটাই বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছিল।
3/9
বিসিসিআই এর তরফ থেকে অবসরপ্রাপ্ত ভারতীয় খেলোয়াড়দের প্রতি মাসে পেনশনের পরিমাণ কিন্তু তাঁরা আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন কি না, খেললেও কটি ম্যাচ খেলেছেন, তার ওপর ভিত্তি করে দেওয়া হয়।
4/9
প্রাক্তন ভারতীয় কিংবদন্তি খেলোয়াড় সচিন তেন্ডুলকরকে স্বাভাবিকাভাবেই পেনশেনভোগীদের তালিকায় একেবারে শীর্ষের সারিতে রাখা হয়েছে।
5/9
বিসিসিআই প্রতি মাসে ৭০ হাজার টাকা পেনশন হিসেবে দেয়। এমএস ধোনির ক্ষেত্রেও এই অঙ্কটা কিন্তু একই।
6/9
তবে আন্তর্জাতিক ক্রিকেটারদের ক্ষেত্রেও কে, কয়টি টেস্ট খেলেছেন, তার ওপর ভিত্তি করে এই পেনশনের পরিমাণ বাড়ে বা কমে।
7/9
এর কারণ রায়না দেশের হয়ে ২৫ বা তার কম টেস্ট খেলা ক্রিকেটারদের তালিকায় পড়েন। তাই তিনি প্রচুর সীমিত ওভারের ক্রিকেট খেললেও, লক্ষ্মণদের থেকে সম্ভবত কম টাকাই পেনশন বাবদ পান।
8/9
অবশ্য ধোনি হোক বা সচিন, বা রায়ানা, সকলেই কিন্তু ক্রিকেটের বাইরেও অন্যান্য উৎস থেকে প্রচুর অর্থ উপার্জন করেন ।
9/9
তাই স্রেফ পেনশনের ওপর নির্ভর তাদের করতে হয় না। কোহলি, রায়না, ধোনি, সচিন এঁরা কিন্তু সকলেই বিভিন্ন ক্ষেত্রে নিজেদের অর্থ বিনিয়োগও করেছেন।
Published at : 20 Jul 2025 08:34 AM (IST)