Indian Cricket Team: টেস্টে টানা ভরাডুবি, ভারতীয় দলের হাল ফেরাতে পারেন এই তরুণ তিন ব্যাটার

Indian Test Cricket: ২৫ বছরের তরুণ বাঁহাতি ব্যাটার ২৪৪৯ রান করেছেন মাত্র ২৭টি ম্য়াচ খেলতে নেমে। ৬১-র ওপর গড়। এছাড়াও আরও দুজন ক্রিকেটার রয়েছেন রিঙ্কু সিংহ ও যশ রাঠোর।

Continues below advertisement

রিঙ্কু সিংহ

Continues below advertisement
1/8
ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্মার যশ রাঠাের। বিদর্ভের হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলেন এই তরুণ বাঁহাতি ব্যাটার।
2/8
২৫ বছরের তরুণ বাঁহাতি ব্যাটার ২৪৪৯ রান করেছেন মাত্র ২৭টি ম্য়াচ খেলতে নেমে। ৬১-র ওপর গড়।
3/8
মিডল অর্ডারে রাঠােরের ধারাবাহিকতা সত্যিই খুব প্রশংসনীয়। তিনি জাতীয় দলের ভবিষ্যৎ প্রজন্মের সেরা তারকা হতেই পারেন।
4/8
রিঙ্কু সিংহ রয়েছেন তালিকায়। এই মুহূর্তে সাদা বলের ফর্ম্য়াটে কুড়ির ক্রিকেটে জাতীয় দলের অটোমেটিক চয়েস রিঙ্কু।
5/8
কেকেআরের জার্সিতে আইপিএল খেলা রিঙ্কু লাল বলের ফর্ম্যাটে
Continues below advertisement
6/8
রিঙ্কু ঘরোয়া ক্রিকেটে ৫২ ম্য়াচে ৩৬৭৭ রান করেছেন। গত রঞ্জিতেও শতরান হাঁকিয়েছিলেন লাল বলের ক্রিকেটে।
7/8
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের ক্যাপ্টেন যশ ধূল। ২১ বছরের এই তরুণ ৩৮ ম্যাচে ২৭৭৭ রান করেছেন।
8/8
দিল্লির হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলা যশ এখনও পর্যন্ত ঘরোয়া ক্রিকেটে ৯টি শতরান ও ১০টি অর্ধশতরান হাঁকিয়েছেন।
Sponsored Links by Taboola