Shikhar Dhawan Love Story: ক্রিকেটে সাফল্য পেলেও প্রেমে আঘাত পেয়েছেন, ব্যক্তিগত জীবন তছনছ, কেমন আছেন ধবন?
চলতি মাসের ৫ ডিসেম্বর নিজের ৩৯ তম জন্মদিন পালন করেছিলেন শিখর ধবন। ভারতীয় ক্রিকেটে যাঁকে 'গব্বর' বলা হত। ক্য়াচ লুফে নেওয়ার পর বা শতরানের পর তাঁর অভিনব সেলিব্রেশনে মাতোয়ারা ছিল গোটা বিশ্ব।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদেশের জার্সিতে ১০,৮০০ রান ও আইপিএলে ৬৬৬৯ রান হাঁকানো ধবন এই বছরই সবধরণের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন।
কিন্তু ধবনের ক্রিকেট কেরিয়ারে যতটা উজ্জ্বল, ততটাই নড়বড়ে তাঁর ব্যক্তিগত জীবন। ২২ গজে সাফল্য পেলেও তছনছ হয়ে গিয়েছে বৈবাহিক সম্পর্ক।
বয়সে ১০ বছরের বড় অস্ট্রেলিয়া নিবাসী আয়েশা মুখোপাধ্যায়কে বিয়ে করেছিলেন ধবন। সে সময়ই আয়েশা ডিভোর্সি ও ২ সন্তানের মা ছিলেন।
সবকিছু জেনেও ২০১২ সালে আয়েশাকে বিয়ে করেন ধবন। ২০১৪ সাল তাঁদের এক পুত্র সন্তান হয়েছিল। যার নাম জোরাবর।
শিখর ধাওয়ানের স্ত্রী আয়েশাও একজন স্পোর্টসপার্সন। এক সময় তিনি মেলবোর্নে কিকবক্সিংও করতেন। আয়েশা জাতীয় ও আন্তর্জাতিক স্তরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।
২০২১ সালে আয়েশার সঙ্গে সম্পর্ক ভেঙে যায় শিখরের। বাঁহাতি তারকা ক্রিকেটার চেয়েছিলেন স্ত্রী তাঁর সঙ্গেই ভারতে থাকুক। কিন্তু আয়েশা শিখরকে দিয়ে অস্ট্রেলিয়ায় নিজের নামে ফ্ল্যাট কিনিয়েছিলেন। এরপরই সম্পর্কে চিড় ধরে।
শিখর ও আয়েশার ডিভোর্সের মামলা চলাকালিন দিল্লির এক আদালত নির্দেশ দিয়েছিল যে ছেলে জোরাবরকে একা আয়েশা রাখতে পারবেন না। বাবার সঙ্গেও দেখা করাতে হবে। এরপরই ছেলেকেও কাছে পান ধবন। মাঝে দীর্ঘ সময় ছেলেকেও দেখতে পারেননি তারকা ক্রিকেটার।
ধাওয়ান আদালতে আবেদন করেছিলেন যে আয়েশা তাঁর মানহানির চেষ্টা করছেন। যদিও দিল্লির কোর্ট এই বিষয়ে সতর্ক করে দিয়েছে আয়েশাকে। বর্তমানে ছেলে জোরাবর কখনও ধবন তো কখন আয়েশার কাছে থাকেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -