Arjuna Award 2024: অর্জুন পুরস্কারের জন্য মনোনীত হলেন তারকা ফাস্ট বোলার মহম্মদ শামি
সদ্য সমাপ্ত বিশ্বকাপে বল হাতে আগুন ঝরিয়েছিলেন ভারতের তারকা ফাস্ট বোলার মহম্মদ শামি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএর জেরেই বিশেষ সম্মান পাওয়ার হাতছানি শামির সামনে। অর্জুন পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন তিনি।
মেজর ধ্যান চাঁদ খেলরত্ন পুরস্কারের পর দেশের ক্রীড়াবিদদের জন্য অর্জুন পুরস্কার দ্বিতীয় সর্বোচ্চ সম্মান। এবার সেই পুরস্কার পাওয়া র দৌ়ড়ে রয়েছেন শামি।
পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী শামির নাম প্রাথমিক তালিকায় ছিলই না। তবে বিসিসিআইয়ের অনুরোধের জেরে তাঁর নাম এই তালিকায় শামিল করা হয়।
বিশ্বকাপের প্রথম চার ম্যাচে কিন্তু সুযোগই পাননি মহম্মদ শামি। কিন্তু হার্দিক পাণ্ড্যর চোট, শামির একাদশে খেলার সুযোগ করে দেয়।
প্রথম সুযোগেই বাজিমাত। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ধর্মশালায় মাঠে নেমেই পাঁচ পাঁচটি উইকেট নেন তিনি।
তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি শামিকে। ২৪ উইকেট নিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক হন তিনি।
এই বিশ্বকাপেই প্রথম ভারতীয় হিসাবে ৫০টি উইকেট নেওয়ার গণ্ডি পার করেন শামি। দ্রুততম বোলার হিসাবে মাত্র ১৭টি ইনিংসে এই গণ্ডি পার করেন তিনি।
বিশ্বকাপে সর্বকালের সর্বোচ্চ উইকেটসংগ্রাহকদের তালিকায় আপাতত পাঁচ নম্বরে রয়েছেন শামি।
তবে এতকিছু সত্ত্বেও অবশ্য দলকে বিশ্বকাপ এনে দিতে পারেননি তিনি। ফাইনাল শেষে শামিকে সান্ত্বনা দেওয়া প্রধানমন্ত্রী মোদির ছবি বেশ ভাইরালও হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -