Rinku Singh: আইপিএলে এখন কোটিপতি রিঙ্কু, আলিগড়ে নাইট তারকার প্রাসাদসম বাড়ি কিনলেন নাইট তারকা
ভারতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি ফর্ম্য়াটে এখন নিয়মিত সদস্য রিঙ্কু সিংহ। বর্তমান টি-টোয়েন্টি স্কোয়াডে যাঁরা খেলেন, তাঁদের মধ্যে সর্বাধিক স্ট্রাইক রেটের মালিকও। ঝুলিতে ইতিমধ্যেই রয়েছে তিনটি অর্ধশতরান।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকেকেআরের জার্সিতে ২০১৮ সাল থেকে খেললেও ২০২৩ সালে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে একটি ইনিংস তাঁর জীবন বদলে দিয়েছেন। জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন এরপরই। তখন ৫৫ লক্ষ টাকা পেতেন রিঙ্কু।
এবার নিলামের আগে কেকেআর রিঙ্কুকে রিটেন করেছে সবচেয়ে বেশি ১৩ কোটি টাকায়। আর মোটা অঙ্কের টাকা পাওয়ার পরই নতুন বিলাসবহুল বাড়ি কিনলেন আলিগড়ে তারকা বাঁহাতি ব্যাটার।
কিছুদিন আগেই সেই বাড়িতে বাবা-মা-বোন ও পরিবারের অন্যান্যদের সঙ্গে ছবি পোস্ট করেছিলেন রিঙ্কু। নতুন বাড়ির চাবি পাওয়ার ছবিও ভাইরাল হয়েছে।
কয়েকদিন আগে নিজের বোনের সঙ্গে ছবি পোস্ট করেছিলেন রিঙ্কু। সেখানে দেখা যাচ্ছিল ভাইফোঁটার দিন বোন নেহা তাঁর দাদাকে ভাইফোঁটা দিচ্ছেন।
রিঙ্কুর বোন নেহার নিজের ইউটিউব চ্যানেল রয়েছে। সেখানে তিনি ভ্লগ করে থাকেন। দাদা রিঙ্কুর নতুন বাড়ির রুম ভিজিট দর্শকদের করিয়েছেন নেহা। সূত্রের খবর মোট ৭ কোটি টাকা মূল্য রিঙ্কুর নতুন বাড়ির।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে জাতীয় দলের প্রথম চোদ্দতে না থাকলেও স্ট্যান্ডবাই প্লেয়ার হিসেবে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায় উড়ে গিয়েছিলেন রিঙ্কু সিংহ। তবে মূল দলে তাঁকে না রাখায় সোশ্য়াল মিডিয়ায় দেশের ক্রিকেটপ্রেমীরা বোর্ডকে সমালোচনা করেছিলেন অনেকেই।
সামনেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চার ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজ। যা খেলতে রামধনুর দেশে উড়ে গিয়েছেন রিঙ্কুরা। সেই ছবও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।
রিঙ্কুর জীবন কিন্তু যে কোন মধ্যবিত্ত মানুষের অনুপ্রেরণা হতেই পারে। দু কামড়ার ছোট্ট ছাউনির ঘর থেকে আজ নিজের কষ্টার্জিত অর্থে বাংলাে বাড়ি কিনেছেন রিঙ্কু।
কেকেআরের সবচেয়ে দামি তারকা দেশের জার্সিতে এখনও পর্যন্ত ২টো ওয়ান ডে ম্য়াচ খেলেছেন। ২৬টি টি-টোয়েন্টি খেলেছেন। বল হাতেও শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে নজর কেড়েছিলেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -