Indian Cricket Team: রোহিতকে না জানিয়েই ভারতীয় দলে এত বড় সিদ্ধান্ত! সায় ছিল গম্ভীরেরও, বিস্ফোরক তথ্য
Abhishek Nayar: আইপিএলের মাঝেই ভারতীয় ক্রিকেটে ধুন্ধুমার। ছাঁটাই করা হচ্ছে সহকারী ব্যাটিং কোচ অভিষেক নায়ারকে!
রোহিত-গম্ভীরের ঝামেলা? - পিটিআই
1/10
আইপিএলের মাঝেই ভারতীয় ক্রিকেটে ধুন্ধুমার। ছাঁটাই করা হচ্ছে সহকারী ব্যাটিং কোচ অভিষেক নায়ারকে!
2/10
সূত্রের খবর, সেই সঙ্গেই ছাঁটাই করা হচ্ছে ভারতীয় দলের ফিল্ডিং কোচ টি দিলীপ ও অন্যতম ট্রেনার সোহম দেশাইকেও। এক ম্যাসিওরের ওপরই নাকি নেমে আসতে পারে ছাঁটাইয়ের খাঁড়া।
3/10
তারপর থেকেই জোর গুঞ্জন ছাঁটাইয়ের এই সিদ্ধান্ত নিয়ে। বিশেষ করে অভিষেক নায়ারের নিয়োগের পিছনে গৌতম গম্ভীরের ইচ্ছেই প্রধান ভূমিকা নিয়েছিল বলে খবর।
4/10
কিন্তু এমন কী হল যে মাত্র ৮ মাসেই ছাঁটাই হতে হল অভিষেক নায়ারকে? এ ব্যাপারে এবার প্রকাশ্যে এল বিস্ফোরক তথ্য।
5/10
ভারতীয় বোর্ড়ের একটি সূত্র দাবি করেছে যে, অভিষেক নায়ারের নিয়োগ হয়েছিল মূলত অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে কোচ গম্ভীরের যোগসূত্র হিসাবে। রোহিত-গম্ভীরের সম্পর্ক দুর্দান্ত কিছু নয় বলেই খবর। অভিষেক মুম্বইয়ের ক্রিকেটার হওয়ায় রোহিতের সঙ্গে সুসম্পর্ক বলেই দাবি ওই সূত্রের।
6/10
তবে বোর্ডের ওই সূত্র জানিয়েছে যে, ভারতীয় দলের অধিকাংশ সিনিয়র ক্রিকেটারের সঙ্গেই নাকি দূরত্ব ছিল অভিষেক নায়ারের। এমনকী, বর্ডার-গাওস্কর ট্রফি চলার সময় ড্রেসিংরুমের খবর বাইরে ফাঁস করার জন্যও নাকি কাঠগড়ায় তোলা হয়েছিল অভিষেককে।
7/10
সবচেয়ে আশ্চর্যজনক যে তথ্য সামনে আসছে, সেটা হল গুরু গম্ভীরেরও নাকি অভিষেক নায়ারকে নিয়ে মোহভঙ্গ হয়েছিল। দুজনে এর আগে একসঙ্গে কলকাতা নাইট রাইডার্সে কাজ করেছেন।
8/10
শোনা যাচ্ছে, অভিষেককে ছাঁটাইয়ের সিদ্ধান্তে সায় ছিল গম্ভীরেরও। অন্তত তিনি আপত্তি করেছিলেন বলে কোনও খবর নেই।
9/10
এও শোনা যাচ্ছে যে, রোহিতকে অন্ধকারে রেখেই নাকি অভিষেককে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। আগেই সীতাংশু কোটাককে সহকারী ব্যাটিং কোচ হিসাবে যুক্ত করা হয়েছে ভারতীয় দলে।
10/10
অভিষেককে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়ে বোর্ড কর্তাদের মুখে কুলুপ। শোনা যাচ্ছে, তিনি সহকারী কোচ হয়ে ফিরতে পারেন কলকাতা নাইট রাইডার্সেই। ছবি - পিটিআই
Published at : 19 Apr 2025 11:57 AM (IST)