IPL Retention 2023: মিনি নিলামের আগে এই পাঁচ মহাতারকাকে বাদ দিয়েছে তাঁদের দল
IPL Retention: এই পাঁচ মহাতারকা অতীতে নিজেদের ফ্রাঞ্চাইজির হয়ে আইপিএলের মঞ্চ মাতালেও আসন্ন নিলামের আগে তাঁদের ছেড়ে দিয়েছে ফ্রাঞ্চাইজিগুলি।
দল থেকে বাদ পড়া পাঁচ মহাতারকা (ছবি: পিটিআই)
1/10
দিন কয়েক আগেই পঞ্জাব কিংসের অধিনায়ক পদ থেকে ময়ঙ্ক আগরওয়ালকে সরিয়ে শিখর ধবনকে নতুন অধিনয়াক করা হয়েছিল।
2/10
তখন থেকেই পূর্বাভাস ছিল। সেইমতোই আসন্ন ছোট নিলামের আগে ময়ঙ্ককে ছেড়ে দিল পঞ্জাব।
3/10
আইপিএলের সর্বকালের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক ডোয়েন ব্র্যাভো। সিএসকের হলুদ জার্সিতে জিতেছেন একাধিক ট্রফি।
4/10
তবে সামনের মরসুমের আগে ৩৯ বছর বয়সি ব্র্যাভোকে ছেড়ে দিয়েছে সিএসকে।
5/10
প্যাট কামিন্সকে কেকেআর ছেড়ে দিয়েছে। তবে এক্ষেত্রে বলা ভাল কামিন্স নিজেই চেয়েছিলেন কেকেআর যেন তাঁকে ছেড়ে দেয়।
6/10
পরের বছর অ্যাসেজের পাশাপাশি ৫০ ওভারের বিশ্বকাপও আয়োজিত হবে। ঠাসা সূচির মাঝে কিছুটা বিশ্রাম পেতেই আইপিএল খেলতে চাননি কামিন্স।
7/10
গত মরসুমের অধিনায়ক কেন উইলিয়ামসনকে ছেড়ে দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। সানরাইজার্সের সঙ্গে দীর্ঘ সম্পর্কের অবসান ঘটল কেনের।
8/10
আট বছর সানরাইজার্সের জার্সি গায়ে মাঠে নেমেছেন কিউয়ি তারকা। দলকে ৪৬ ম্যাচে নেতৃত্বও দিয়েছেন। তবে আর নয়।
9/10
বাকি সকলের থেকে কায়রন পোলার্ডের গল্পটা খানিকটা ভিন্ন। তিনি আইপিএল থেকে অবসরই নিয়ে ফেলেছেন।
10/10
মুম্বই ইন্ডিয়ান্স যে তাঁকে খেলোয়াড় হিসাবে ধরে রাখবে না, তার পূর্বাভাস ছিলই। মুম্বই বিরুদ্ধে তিনি আইপিএলে খেলতে রাজি নন, তাই অবসরই নিয়ে নিলেন পোলার্ড।
Published at : 16 Nov 2022 07:14 PM (IST)