IPL Retention 2023: মিনি নিলামের আগে এই পাঁচ মহাতারকাকে বাদ দিয়েছে তাঁদের দল
দিন কয়েক আগেই পঞ্জাব কিংসের অধিনায়ক পদ থেকে ময়ঙ্ক আগরওয়ালকে সরিয়ে শিখর ধবনকে নতুন অধিনয়াক করা হয়েছিল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতখন থেকেই পূর্বাভাস ছিল। সেইমতোই আসন্ন ছোট নিলামের আগে ময়ঙ্ককে ছেড়ে দিল পঞ্জাব।
আইপিএলের সর্বকালের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক ডোয়েন ব্র্যাভো। সিএসকের হলুদ জার্সিতে জিতেছেন একাধিক ট্রফি।
তবে সামনের মরসুমের আগে ৩৯ বছর বয়সি ব্র্যাভোকে ছেড়ে দিয়েছে সিএসকে।
প্যাট কামিন্সকে কেকেআর ছেড়ে দিয়েছে। তবে এক্ষেত্রে বলা ভাল কামিন্স নিজেই চেয়েছিলেন কেকেআর যেন তাঁকে ছেড়ে দেয়।
পরের বছর অ্যাসেজের পাশাপাশি ৫০ ওভারের বিশ্বকাপও আয়োজিত হবে। ঠাসা সূচির মাঝে কিছুটা বিশ্রাম পেতেই আইপিএল খেলতে চাননি কামিন্স।
গত মরসুমের অধিনায়ক কেন উইলিয়ামসনকে ছেড়ে দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। সানরাইজার্সের সঙ্গে দীর্ঘ সম্পর্কের অবসান ঘটল কেনের।
আট বছর সানরাইজার্সের জার্সি গায়ে মাঠে নেমেছেন কিউয়ি তারকা। দলকে ৪৬ ম্যাচে নেতৃত্বও দিয়েছেন। তবে আর নয়।
বাকি সকলের থেকে কায়রন পোলার্ডের গল্পটা খানিকটা ভিন্ন। তিনি আইপিএল থেকে অবসরই নিয়ে ফেলেছেন।
মুম্বই ইন্ডিয়ান্স যে তাঁকে খেলোয়াড় হিসাবে ধরে রাখবে না, তার পূর্বাভাস ছিলই। মুম্বই বিরুদ্ধে তিনি আইপিএলে খেলতে রাজি নন, তাই অবসরই নিয়ে নিলেন পোলার্ড।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -