Babar Surpasses Kohli: কোহলির রেকর্ড ভেঙে টি-২০ ক্রিকেটে নতুন মাইলফলক বাবর আজমের
বলা হয়, বিরাট কোহলির শ্রেষ্ঠত্বকে চ্যালেঞ্জ করার মতো বর্তমান ক্রিকেট বিশ্বের সেরা মুখ তিনি। বাবর আজম। প্রত্যেক মুহূর্তে যাঁকে তুলনা করা হয় কিংগ কোহলির সঙ্গে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপাকিস্তানের অধিনায়ক বাবর আজম আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে ৪২ বলে ৭৫ রানের ঝোড়ো ইনিংস খেললেন। তাঁর বিধ্বংসী ইনিংসের সুবাদে আয়ার্ল্যান্ডকে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৬ উইকেটে হারাল পাকিস্তান।
বুধবার কোহলির একটি রেকর্ড পেরিয়ে গেলেন বাবর। সেই সঙ্গে বুঝিয়ে দিলেন, কোহলিকে প্রত্যেক মুহূর্তে চাপে রাখতে তিনি তৈরি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি হাফসেঞ্চুরি করার নজির ছিল কোহলির। ভারতের হয়ে টি-টোয়েন্টিতে মোট ৩৮টি পঞ্চাশ বা তার বেশি রানের ইনিংস ছিল কোহলির।
বুধবার কোহলির সেই রেকর্ড ছাপিয়ে গেলেন বাবর। আইরিশদের বিরুদ্ধে তাঁর এদিনের হাফসেঞ্চুরি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ৩৯তম।
কোহলির পিছনে রয়েছেন ভারতের আর এক ব্যাটিং মহাতারকা রোহিত শর্মাও। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩৪টি হাফসেঞ্চুরি রয়েছে হিটম্যানের।
রোহিতকে আগেই পেরিয়ে গিয়েছিলেন বাবর। বুধবার পেরিয়ে গেলেন বিরাটকেও।
পাশাপাশি পাকিস্তানের প্রথম ব্যাটার হিসাবে টি-টোয়েন্টি ম্যাচের এক ওভারে ২৫ রান তোলার নজিরও গড়লেন বাবর।
মহম্মদ রিজ়ওয়ানের (৫৬) সঙ্গে দ্বিতীয় উইকেটে ১৩৯ রানের পার্টনারশিপ গড়েন বাবর। এটি তাঁদের দশম সেঞ্চুরি পার্টনারশিপ। টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের আর কোনও জুটির এই নজির নেই।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে কোহলি বনাম বাবর শ্রেষ্ঠত্বের লড়াই যে উপভোগ্য হবে, বলার অপেক্ষা রাখে না। ছবি - পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -