Ishan Kishan Record: ঐতিহাসিক দ্বিশতরানের সুবাদে একগুচ্ছ রেকর্ডের মালিক এখন ঈশান কিষাণ
Ishan Kishan: তৃতীয় ওয়ান ডে ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ঈশান কিষাণ ১৩১ বলে ২১০ রান করেন। এই ইনিংসের সুবাদেই একগুচ্ছ রেকর্ডেরও মালিক হন ভারতীয় তরুণ ব্য়াটার।
ইতিহাসের পাতায় নাম লিখলেন ঈশান কিষাণ (ছবি: সূর্যকুমারের ট্যুইটার)
1/8
সচিন, সহবাগ, রোহিত শর্মার পর চতুর্থ ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে দ্বিশতরান করলেন ঈশান কিষাণ।
2/8
আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্য়াটার হিসাবে নিজের প্রথম শতরানকেই দ্বিশতরানে পরিণত করলেন ঈশান।
3/8
মাত্র ১২৬ বলে দ্রুততম দ্বিশতরান করলেন ঈশান। এর আগে ক্রিস গেল এই রেকর্ডের মালিক ছিলেন। তিনি ১৩৮ বলে নিজের দ্বিশতরানটি করেছিলেন।
4/8
রোহিত শর্মাকে পিছনে কণিষ্ঠতম ব্যাটার হিসাবে ২৪ বছর ১৪৫ দিনে দ্বিশতরানটি করেন তিনি। রোহিত ২৬ বছর ১৮৬দিনে নিজের প্রথম ওয়ান ডে দ্বিশতরানটি করেছিলেন।
5/8
বাংলাদেশের মাটিতে ওয়ান ডে ক্রিকেটে এটিই কোনও ব্যাটারের করা সর্বোচ্চ স্কোর। ২০১১ সালে শেন ওয়াটসনের করা অপরাজিত ১৮৫ রানের রেকর্ড ভাঙলেন তিনি।
6/8
সৌরভ গঙ্গোপাধ্যায় ও বিরাট কোহলির ১৮৩ রানের ইনিংসকে পিছনে ফেলে দেশের বাইরে ভারতীয় হিসাবে এক ইনিংসে সর্বোচ্চ ওয়ান ডে রান করার মালিকও এখন ঝাড়খণ্ডের তরুণই।
7/8
বিদেশের মাটিতে ভারতীয় হিসাবে সর্বাধিক রানের পার্টনারশিপ গড়ার কৃতিত্বও এখন ঈশান ও বিরাটের দখলেই।বিদেশের মাটিতে ভারতীয় হিসাবে সর্বাধিক রানের পার্টনারশিপ গড়ার কৃতিত্বও এখন ঈশান ও বিরাটের দখলেই। তাঁরা মোট ২৯০ রান যোগ করেন।
8/8
মাত্র ১০৩ বলে ১৫০ রান করেন ঈশান কিষাণ। ভারতীয় হিসাবে এটিও নতুন রেকর্ড।
Published at : 10 Dec 2022 05:12 PM (IST)