Ishan Kishan Record: ঐতিহাসিক দ্বিশতরানের সুবাদে একগুচ্ছ রেকর্ডের মালিক এখন ঈশান কিষাণ
![Ishan Kishan Record: ঐতিহাসিক দ্বিশতরানের সুবাদে একগুচ্ছ রেকর্ডের মালিক এখন ঈশান কিষাণ Ishan Kishan Record: ঐতিহাসিক দ্বিশতরানের সুবাদে একগুচ্ছ রেকর্ডের মালিক এখন ঈশান কিষাণ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/10/8d7072ecbe3003d3ca8453dbd096ad0a3cbdb.jpg?impolicy=abp_cdn&imwidth=800)
সচিন, সহবাগ, রোহিত শর্মার পর চতুর্থ ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে দ্বিশতরান করলেন ঈশান কিষাণ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App![Ishan Kishan Record: ঐতিহাসিক দ্বিশতরানের সুবাদে একগুচ্ছ রেকর্ডের মালিক এখন ঈশান কিষাণ Ishan Kishan Record: ঐতিহাসিক দ্বিশতরানের সুবাদে একগুচ্ছ রেকর্ডের মালিক এখন ঈশান কিষাণ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/10/9f6f18c15fdcab4db6bb4a142eea97e888080.jpg?impolicy=abp_cdn&imwidth=800)
আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্য়াটার হিসাবে নিজের প্রথম শতরানকেই দ্বিশতরানে পরিণত করলেন ঈশান।
![Ishan Kishan Record: ঐতিহাসিক দ্বিশতরানের সুবাদে একগুচ্ছ রেকর্ডের মালিক এখন ঈশান কিষাণ Ishan Kishan Record: ঐতিহাসিক দ্বিশতরানের সুবাদে একগুচ্ছ রেকর্ডের মালিক এখন ঈশান কিষাণ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/10/565fb84a338a3b8747828222b799476083a28.jpg?impolicy=abp_cdn&imwidth=800)
মাত্র ১২৬ বলে দ্রুততম দ্বিশতরান করলেন ঈশান। এর আগে ক্রিস গেল এই রেকর্ডের মালিক ছিলেন। তিনি ১৩৮ বলে নিজের দ্বিশতরানটি করেছিলেন।
রোহিত শর্মাকে পিছনে কণিষ্ঠতম ব্যাটার হিসাবে ২৪ বছর ১৪৫ দিনে দ্বিশতরানটি করেন তিনি। রোহিত ২৬ বছর ১৮৬দিনে নিজের প্রথম ওয়ান ডে দ্বিশতরানটি করেছিলেন।
বাংলাদেশের মাটিতে ওয়ান ডে ক্রিকেটে এটিই কোনও ব্যাটারের করা সর্বোচ্চ স্কোর। ২০১১ সালে শেন ওয়াটসনের করা অপরাজিত ১৮৫ রানের রেকর্ড ভাঙলেন তিনি।
সৌরভ গঙ্গোপাধ্যায় ও বিরাট কোহলির ১৮৩ রানের ইনিংসকে পিছনে ফেলে দেশের বাইরে ভারতীয় হিসাবে এক ইনিংসে সর্বোচ্চ ওয়ান ডে রান করার মালিকও এখন ঝাড়খণ্ডের তরুণই।
বিদেশের মাটিতে ভারতীয় হিসাবে সর্বাধিক রানের পার্টনারশিপ গড়ার কৃতিত্বও এখন ঈশান ও বিরাটের দখলেই।বিদেশের মাটিতে ভারতীয় হিসাবে সর্বাধিক রানের পার্টনারশিপ গড়ার কৃতিত্বও এখন ঈশান ও বিরাটের দখলেই। তাঁরা মোট ২৯০ রান যোগ করেন।
মাত্র ১০৩ বলে ১৫০ রান করেন ঈশান কিষাণ। ভারতীয় হিসাবে এটিও নতুন রেকর্ড।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -