Exit Poll 2024
(Source: Poll of Polls)
Ishan Kishan: বিসিসিআইয়ের চুক্তি থেকে বাদ পড়া নিয়ে প্রথমবার মুখ খুললেন ঈশান কিষাণ
চলতি আইপিএলে বেশ ভালই ছন্দে রয়েছেন ঈশান কিষাণ। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে টুর্নামেন্টে এখনও পর্যন্ত ১৮২.৯৫ স্ট্রাইক রেটে সর্বোচ্চ ১৬১ রান করেছেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে তাঁর জায়গা পাওয়া নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। জাতীয় দলের বার্ষিক চুক্তি থেকেও বাদ পড়েছেন ঈশান।
তবে তিনি নিজের পারফরম্যান্স বাদে অন্য কিছু নিয়েই ভাবতে নারাজ। যা তাঁর নিয়ন্ত্রণের বাইরে সেই নিয়ে বিচলিত নন ঈশান।
ঈশান গত বছরের নভেম্বরে শেষবার ভারতের হয়ে খেলেছেন। তারপর ব্যক্তিগত কারণে ক্রিকেট থেকে দূরে ছিলেন তিনি।
নির্বাচকরা তাঁকে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ খেলতে বললেও, তিনি মাঠে না নামাই তাঁর চুক্তি থেকে বাদ পড়ার প্রধান কারণ বলে মনে করেন অনেকে।
ঈশান কিন্তু স্পষ্ট জানিয়ে দিচ্ছেন তিনি বিরতির সময় অনুশীলন করছিলেন। তারকা কিপার-ব্যাটার বলেন, '(বিরতির সময়) আমি অনুশীলনই করছিলাম। বিরতি নিলে লোকে অনেক কিছু বলেন, সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু লেখেন। তবে সবটা যে সবসম. খেলোয়াড়দের হাতে থাকে না, সেটা বোঝা দরকার।'
বার্ষিক চুক্তি থেকে বাদ পড়ার পর ঈশান কি আইপিএলকেই জবাব দেওয়ার মঞ্চ হিসাবে বেছে নিয়েছেন?
ঈশান কিন্তু এমন কিছু মনে করেন না। তাঁর স্পষ্ট জবাব, 'আমি কাউকে কিছু প্রমাণ করতে চাই না। আমি খেলাটা উপভোগ করতে চাই। এসব জিনিস ভেবে বাড়তি চাপ নেওয়ার কোনও মানে নেই।'
ঈশানের ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক হার্দিক পাণ্ড্য চলতি আইপিএলে দর্শকদের রোষের মুখে পড়েছেন। তবে ঈশান নিশ্চিত যে হার্দিক এই চ্যালেঞ্জ উপভোগ করছেন।
দুরন্ত আইপিএলে ভর করে ঈশান জাতীয় দলে ফিরতে পারেন কি না, সেটাই দেখার বিষয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -