Daily Astrology: কেমন কাটবে শনিবার? কী বলছে আপনার রাশিফল?
যাঁরা কোনও শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক হিসেব যুক্ত তাঁদের জন্য ভাল দিন। ঠান্ডা পানীয় এবং খাবার এড়িয়ে চলতে হবে। জ্বর হওযার আশঙ্কা রয়েচে। এরকম ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। শরীরের খেয়াল রাখতে হবে। যাঁরা ওষুধের ব্যবসার সঙ্গে যুক্ত তাঁদের জন্য ভাল দিন। আর্থিক উন্নতির সম্ভাবনা। পছন্দের কাজের পাশাপাশি পড়ুয়াদের পড়াশোনার বিষয়ে আরও বেশি মনোযোগী হতে হবে। ভাইবোনের সঙ্গে সময় কাটালে মন ভাল থাকবে। পরিবারের সঙ্গে সময় কাটাতে পারেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসেলুন বা পার্লার যাঁদের রয়েছে তাঁদের ব্যবসার উন্নতি হতে পারে। চোখের বিশেষ যত্ন নিতে হবে। স্বাস্থ্যকর খাবার খেতে হবে। চোখে কোনও সমস্যা অনুভব করলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। শেয়ার মার্কেটে ভেবে বিনিয়োগ করতে হবে। শেয়ার বিক্রির ক্ষেত্রেও সতর্ক হতে হবে। কোনও দিক থেকে আয়ের পথ খুলতে পারে। হাতে আসতে পারে টাকা। কোনও সমস্যায় পড়লে ভাইবোনের সঙ্গে আলোচনা করতে পারেন।
সহজ, সরল মানসিকতার জেরে কর্মক্ষেত্রে সবার সুবিধা হবে। অন্যের সঙ্গে কাজ করতে পারবেন। সহকর্মীদের সঙ্গে ভাল করলে তবেই তাঁদের সাহায্য পাবেন। মাথা ব্যথা বা গায়ের ব্যথার সমস্যা থাকলে তা দূর হতে পারে। তবে যে কোনওরকম শারীরিক সমস্যায় অবশ্যই নিতে হবে চিকিৎসকের পরামর্শ। ব্যবসায়ীরা টাকার জন্য কোনওভাবেই নিজের খ্যাতি নষ্ট হতে দেবেন না। নতুন কিছু শেখার উদ্যোগ নিতে পারেন। তাতে কেরিয়ারেও উন্নতি হবে। বাড়ির বর্ষীয়ান সদস্যের স্বাস্থ্যের বিষয় সতর্ক হতে হবে।
বন্ধুরূপী শত্রুর থেকে সাবধান হতে হবে। নাহলে কর্মক্ষেত্রে সমস্যা হতে পারে। আরও বেশি ফিট থাকা যায় কীভাবে সেদিকে নজর দেওয়া প্রয়োজন। যোগাসন, শরীরচর্চা করা যেতে পারে নিয়মিত। যে কোনও বিবাদ ব্যবসায়ীদের জন্য মারাত্মক ক্ষতি ডেকে আনতে পারে। পড়তে পারেন আইনি সমস্যাতেও। তাতে অর্থ ব্যয়ও বাড়বে। বন্ধুদের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারে অশান্তির আশঙ্কা। তাতে মানসিক চাপ বাড়বে।
কর্মক্ষেত্রে আরও বেশি উন্নতির সম্ভাবনা। যা কেরিয়ারকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। ঠান্ডা লাগার ফলে সর্দি, কাশির সমস্যা হতে পারে। বুকে ব্যথা হতে পারে। স্বাস্থ্যকর খাবার খেতে হবে। বন্ধুদের সঙ্গে সময় কাটালে একাধিক সমস্যা থেকে মুক্তি মিলতে পারে। মন খুশি থাকবে তাতে। আর্থিক ব্যয় বাড়তে পারে। গাড়ি কেনার সম্ভাবনা রয়েছে।
কর্মক্ষেত্রে এক্তিয়ার বহির্ভূত কাজ করবেন না। অফিসে ভাষা ব্যবহারে সচেতন হতে হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরাগভাজনের কারণ হতে পারেন। পেটে বা পিঠে ব্যথার সমস্যা থাকলে তা থেকে মুক্তি মিলবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত খেতে হবে ওষুধ। ব্যবসা সংক্রান্ত কাজের পরিকল্পনা করতে হবে দ্রুত। সঙ্গীর আরও বেশি যত্ন নিতে হবে। তাঁর অনুভূতিকে সম্মান জানাতে হবে। আর্থিক বিষয়ে স্ত্রীর সঙ্গে আলোচনা করুন। তাতে আর্থিক প্রতিকূলতা থেকে রেহাই মিলবে।
বিবাদের আশঙ্কা রয়েছে। কর্মক্ষেত্রে কোনও ছোট বিষয় থেকে বড় ঝামেলা হতে পারে। তাই ঠান্ডা মাথায় কাজ করতে হবে। তবেই সমস্যার সমাধান করা সম্ভব। নিজেকে সময় দিতে হবে, তবেই স্বাস্থ্য থাকবে ঠিক। মর্নিং ওয়াক, যোগাসন করতে হবে। ভ্রমণের ব্যবসার সঙ্গে যাঁরা যুক্ত তাঁরা লাভের মুখ দেখতে পারবেন। যৌথ উদ্যোগে ব্যবসা করলে সতর্ক হতে হবে। পড়ুয়ারা জেদি হলে বিপদ হতে পারে।
কাজের ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ আসতে পারে। আর্থিক সমস্যার জেরে মানসিক চাপ বাড়বে। সততার সঙ্গে কাজ করলে প্রমোশনের সম্ভাবনাও রয়েছে। স্বাস্থ্য ঠিক থাকবে। তবে বাইরের খাবার বা পানীয় খাওয়া যাবে না। ওষুধ খেতে হবে নিয়মিত। কোনও কিছু কেনার বিষয় সতর্ক থাকতে হবে। ব্যবসায়ীদের লোকসানের আশঙ্কা রয়েছে। শেয়ার মার্কেটে বিনিয়োগের দারুণ সময়। অতিরিক্ত ব্যয়ের স্বভাব যাঁদের রয়েছে তাঁদের জন্য চাপ বাড়তে পারে। বিবাহিতদের আরও বেশি সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করতে হবে। নাহলে সমস্যা বাড়তে পারে।
কর্মক্ষেত্রে আরও বেশি সতর্ক হতে হবে। সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে। লক্ষ্য রাখতে হবে স্থির। শারীরিক সমস্যা বাড়তে পারে। তাতে চিন্তা বাড়তে পারে। তাই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। নাহলে আরও বেশি শরীর খারাপ হতে পারে। অতীতের কোনও বিনিয়োগ থেকে লাভ পেতে পারেন ব্যবসায়ীরা। লাভের মুখ দেখতে পারবেন। সঙ্গীর সঙ্গে ভাল সময় কাটবে। পরিবারে খুশির হাওয়া থাকবে। সন্তানের সাফল্যে মন খুশি।
কেরিয়ারে উন্নতি হতে পারে। আপনার কাজে খুশি হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। প্রমোশন পেতে পারেন। মাথা ব্যথার সমস্যা বাড়তে পারে। বাইকে বা স্কুটারে যাতায়াতে ক্ষেত্রে হেলমেট পরতেই হবে। ব্যবসায়ীদের যোগাযোগ বাড়ানোর দিকে নজর দিতে হবে। কাজের ক্ষেত্রে আত্মবিশ্বাস বজায় থাকে। পারিবারিক কারণে খরচা বাড়বে।
কর্মক্ষেত্রে ভাল সময় কাটবে। স্বাস্থ্য ঠিক থাকবে। তবে অ্যাজ়মার সমস্যা বাড়তে পারে। তাই অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বাইরে বেরোরোর সময় অবশ্যই পরতে হবে মাস্ক। ব্যবসায়ীরা জিনিস মজুত করে রাখলে বিপদে পড়তে পারেন। বর্ষীয়ান সদস্যের সাহায্য পাবেন। তাতে কেরিয়ারের দিক থেকে সুবিধা হবে। কাউকে অবজ্ঞা করা ভবিষ্যতের জন্য ভাল হবে না।
কর্মক্ষেত্রে চাপ বাড়তে পারে। তাই ধৈর্য্য ধরতে হবে। তাতে ফল ভাল হবে। কোনও ওষুধের কোর্স চললে মাঝপথে তা থামিয়ে দেবেন না। তাতে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। মানসিক চাপকে দূরে রাখুন। ব্যবসায়ীদের ভ্রমণের সম্ভাবনা রয়েছে। পড়াশোনার ক্ষেত্রে সমস্যায় পড়তে পারে পড়ুয়ারা। পারিবারিক সূত্রে সম্পত্তি পেতে পারেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -