James Anderson: ২২ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে ইতি, একচল্লিশের অ্যান্ডারসনের এই রেকর্ড কি অক্ষুন্ন থাকবে?
জেমস অ্যান্ডারসন আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারকে বিদায় জানানোর ঘোষণা করলেন। আগামী ১০ জুলাই লর্ডসে শেষবারের মত মাঠে নামবেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষবার সাদা পোশাকের ক্রিকেটে ইংল্যান্ডের হয়ে খেলতে নামবেন অ্য়ান্ডারসন।
টেস্টে ৭০০ উইকেটের মালিক অ্য়ান্ডারসন। বিশ্বের একমাত্র পেসার হিসেবে সাতশো বা তার বেশি উইকেট ঝুলিতে পুরেছেন এই ডানহাতি পেসার।
টেস্টে মুরলিথরণ সর্বাধিক উইকেট শিকারি। তাঁর ঝুলিতে ৮০০ উইকেট। দ্বিতীয় স্থানে থাকা ওয়ার্নের ঝুলিতে ৭০৮ উইকেট। আর ৯ উইকেট লর্ডসে দুই ইনিংস মিলিয়ে পেলেই দ্বিতীয় সর্বাধিক উইকেট শিকারি হয়ে যাবেন অ্য়ান্ডারসন।
৪২ রানের বিনিময়ে এক ইনিংসে সাত উইকেট নিয়েছিলেন, যা অ্য়ান্ডারসনের সেরা বোলিং ফিগার। মাত্র ২.৭৯ ইকনমি রেটে বোলিং করেছেন তিনি।
গত ভারত সফরে মাত্র ১০ উইকেট ঝুলিতে পুরলেও রোহিত শর্মাকে একটি বোল্ড করেছিলেন জিমি, যা সিরিজের অন্যতম সেরা একটি বল বলে গণ্য করা হচ্ছে।
২০১৫ সালের এপ্রিল মাস থেকে অ্য়ান্ডারসন টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের সর্বোচ্চ সংখ্যক উইকেট সংগ্রাহক। তিনি প্রথম ইংরেজ বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ৪০০, ৫০০, ৬০০ ও ৭০০ উইকেটে সংগ্রহের মাইলস্টোন স্পর্শ করেন।
১৯৪টি ওয়ান ডে খেলা অ্য়ান্ডারসনকে সীমিত ওভারের ক্রিকেটে শেষবার দেখা গিয়েছিল ২০১৫ ওয়ান ডে বিশ্বকাপে। এরপর থেকে তিনি টেস্টেই খেলে এসেছেন।
২০০ টেস্ট খেলে সচিন তেন্ডুলকর সর্বাধিক টেস্ট খেলার নজির গড়েছেন। যা এখনও অক্ষুন্ন। এরপরই অ্যান্ডারসন ১৮৭ টেস্ট খেলেছেন এখনও পর্যন্ত। লর্ডস টেস্ট হবে ১৮৮ তম টেস্ট। অর্থাৎ টেস্টে সর্বাধিক ম্য়াচ খেলার নিরিখে দ্বিতীয় স্থানে থেকেই কেরিয়ার শেষ করছেন অ্য়ান্ডারসন।
image 10
- - - - - - - - - Advertisement - - - - - - - - -