Jasprit Bumrah: বল হাতে ৫ উইকেট, ঝুলিতে গুচ্ছ রেকর্ড, হেডিংলেতে অনবদ্য যশপ্রীত বুমরা

ENG vs IND: হেডিংলেতে ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৮৩ রানের বিনিময়ে পাঁচ উইকেট নেন বুমরা।

হেডিংলিতে বল হাতে আগুন ঝরান বুমরা

1/9
স্থান, কাল, পরিবেশ, পরিস্থিতি, ফর্ম্যাট, বলের রং যাই হোক, তিনি সবসময়ই অনবদ্য। তিনি যশপ্রীত বুমরা।
2/9
চলতি ভারত বনাম ইংল্যান্ডের প্রথম টেস্টে আবারও বুমরা প্রমাণ করলেন কেন তাঁকে অনেকেই বর্তমান বিশ্বের সেরা বোলার মনে করেন।
3/9
বল হাতে ৮৩ রানের বিনিময়ে পাঁচ উইকেট নিয়ে বুমরাই ভারতকে লিডসে ছয় রানের লিড নিতে সাহায্য করেন।
4/9
শনিবারই SENA দেশগুলিতে সর্বাধিক উইকেট নেওয়া এশিয়ান ক্রিকেটার হয়ে গিয়েছিলেন বুমরা।
5/9
রবিবার, তিনি প্রথম এশিয়ান হিসাবে SENA দেশগুলিতে ১৫০টি উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করলেন।
6/9
এই ম্যাচে টেস্ট কেরিয়ারে ১৪তম বার এক ইনিংসে পাঁচ উইকেট নিলেন বুমরা।
7/9
দেশের বাইরে এক ইনিংসে ১২ নম্বর বার পাঁচ উইকেট নিলেন তিনি। এটি ভারতীয় হিসাবে কিংবদন্তি কপিল দেবের সঙ্গে যুগ্মভাবে সর্বোচ্চ।
8/9
SENA দেশগুলিতে এই নিয়ে দশবার ইনিংসে পাঁচ উইকেট নিলেন তিনি। ভারতীয় হিসাবে এই প্রথম কোনও বোলার ১০ বার SENA দেশগুলিতে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব গড়লেন।
9/9
চলতি সিরিজ়েই আর দুইবার ইনিংসে পাঁচ উইকেট নিলে তিনি ওয়াসিম আক্রমের এই কৃতিত্বও নিজের নামে করে ফেলবেন।
Sponsored Links by Taboola