Indian Cricket Team: ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হওয়ার প্রস্তাব ফেরালেন বুমরা! কিন্তু কেন?
Jasprit Bumrah: অতীতে ইংল্যান্ডে, অস্ট্রেলিয়ায় যশপ্রীত বুমরাকে ভারতীয় টেস্ট দলের অধিনায়কত্ব করতে দেখা গিয়েছিল।
টিম ইন্ডিয়ার অধিনায়ক হতে চান না বুমরা! (ছবি: বুমরার ফেসবুক)
1/10
দিনকয়েক আগেই রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছিলেন। রোহিত পরবর্তী জমানায় যশপ্রীত বুমরা টিম ইন্ডিয়ার টেস্ট অধিনায়ক হবেন বলে মনে করছিলেন অনেকেই।
2/10
ভারতীয় টেস্ট দলের সহ-অধিনায়ক কিন্তু যশপ্রীত বুমরা। এমনকী রোহিতের বদলে বর্ডার-গাওস্কর ট্রফির একাধিক ম্যাচে ভারতকে তিনি নেতৃত্বও দিয়েছিলেন।
3/10
তাই স্বাভাবিকভাবেই অধিনায়ক সরে যাওয়ায়, বুমরাই টেস্ট অধিনায়ক হওয়ার দৌড়ে সবচেয়ে বড় দাবিদার বলে মনে করা হচ্ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে বুমরাকে টেস্ট অধিনায়ক হওয়ার দৌড়ে অনেকটাই পিছিয়ে রাখা হচ্ছে। কারণ শুনলে অনেকেই অবাক হবেন।
4/10
কেন তিনি এই দৌড়ে সবথেকে এগিয়ে নেই? কারণ কিন্তু বুমরা নিজেই। বুমরা নাকি নিজেই অধিনায়ক হওয়ার দৌড় থেকে সরে এসেছেন।
5/10
দেশের হয়ে অধিনায়কত্ব করা যেখানে এত বড় গৌরবের, সেখানে বুমরা কেন অধিনায়ক হতে চান না? আসল রহস্যটা বুমরার ফিটনেস।
6/10
ভারতীয় দলের জনাকয়েক ক্রিকেটার যাঁরা তিন ফর্ম্যাটেই খেলেন, তাঁদের মধ্যে একজন বুমরা। তাঁকে অনেকেই ভারতীয় দলের সম্পদ মনে করেন।
7/10
কিন্তু হালে বুমরার বারংবার চোট আঘাত পেয়েছেন। আইপিএলেও তো চোটের কারণে তাঁকে শুরু থেকে দেখা যায়নি। বুমরার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট একটা বড় বিষয়। তিনি নাকি নির্বাচকদের নিজেই জানিয়েছেন তাঁর পক্ষে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ়ের প্রতিটা ম্যাচ খেলা সম্ভব নয়।
8/10
ভারত আবার আইপিএল শেষেই ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ় খেলবে। নির্বাচকরা দলের নেতা হিসাবে এমন কাউকে খুঁজছেন যে প্রতিটি ম্য়াচ খেলতে পারবে।
9/10
বুমরার ক্ষেত্রে তা সম্ভব না হওয়ায়, সেএই কারণেই তিনি নাকি নেতৃত্ব থেকে সরে এসেছেন।
10/10
শুভমন গিলের ক্ষেত্রে এই সমস্যা না থাকায়, তিনিই অধিনায়ক দৌড়ে এগিয়ে রয়েছেন বলে শোনা যাচ্ছে। বিকল্প হিসাবে নাম উঠে আসছে ঋষভ পন্থেরও। ছবি-বুমরার ফেসবুক।
Published at : 12 May 2025 06:30 AM (IST)