Jasprit Bumrah: ভারতীয় বোলিংয়ের স্তম্ভ, জন্মদিনে ফিরে দেখা বুমরার সেরা ৫ রেকর্ড
মাত্র তৃতীয় ভারতীয় বোলার হিসাবে টেস্টে হ্যাটট্রিক করার কৃতিত্ব রয়েছে যশপ্রীত বুমরার দখলে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে হ্যাটট্রিক করেন বুমরা। ড্যারেন ব্র্যাভো, শামরা ব্রুকস, রস্টন চেজ়কে আউট করেন বুমরা।
টি-টোয়েন্টি ক্রিকেটকে ব্যাটারদের খেলা বলেই মনে করেন অনেকে। বিশ ওভারের ফর্ম্যাটে সেখানে মেডেন ওভার বল করাটা একেবারেই মুখের কথা নয়।
তবে বুমরা ৬২টি আন্তর্জাতিক বিশ ওভারের ম্যাচ খেলে ১০টি মেডেন ওভার বল করেছে যা ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ।
২০১৮ সালে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটান যশপ্রীত বুমরা। সেই বছর মাত্র নয়টি টেস্ট ম্যাচ খেলে ৪৮টি উইকেট নেন বুমরা।
টেস্টে অভিষেক ঘটানোর বছরে এটিই যে কোনও ভারতীয় বোলারের ক্ষেত্রে সর্বোচ্চ। বুমরা দিলীপ দোশীর ৪০টি উইকেট নেওয়ার রেকর্ড ভাঙেন।
ওই বছরই বুমরা দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় এক ইনিংসে পাঁচ উইকেট নেন।
প্রথম এবং এখনও পর্যন্ত একমাত্র এশিয়ান বোলার হিসাবে এক বছরে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ায় ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে বুমরার দখলে।
বোলার বুমরার রেকর্ড থাকাটা স্বাভাবিক। কিন্তু ব্যাট হাতেও কিন্তু তাঁর দখলে এক বিশ্বরেকর্ড রয়েছে।
এজবাস্টনে বুমরা স্টুয়ার্ট ব্রডের বিরুদ্ধে এক ওভারে ৩৫ রান করেন। টেস্টে এক ওভারে এটি সর্বকালের সর্বোচ্চ। তিনি ব্রায়ান লারা এক ওভারে ২৮ রানের রেকর্ড ভাঙেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -