Jasprit Bumrah: ভারতীয় বোলিংয়ের স্তম্ভ, জন্মদিনে ফিরে দেখা বুমরার সেরা ৫ রেকর্ড
Jasprit Bumrah Birthday: ভারতীয় দলের ফাস্ট বোলিং বিভাগের নেতা গণ্য করা হয় তাঁকে। তিনি যশপ্রীত বুমরা। ৩০-এ পা দিলেন আজ।
বুমরার একগুচ্ছ রেকর্ড (ছবি: পিটিআই)
1/10
মাত্র তৃতীয় ভারতীয় বোলার হিসাবে টেস্টে হ্যাটট্রিক করার কৃতিত্ব রয়েছে যশপ্রীত বুমরার দখলে।
2/10
২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে হ্যাটট্রিক করেন বুমরা। ড্যারেন ব্র্যাভো, শামরা ব্রুকস, রস্টন চেজ়কে আউট করেন বুমরা।
3/10
টি-টোয়েন্টি ক্রিকেটকে ব্যাটারদের খেলা বলেই মনে করেন অনেকে। বিশ ওভারের ফর্ম্যাটে সেখানে মেডেন ওভার বল করাটা একেবারেই মুখের কথা নয়।
4/10
তবে বুমরা ৬২টি আন্তর্জাতিক বিশ ওভারের ম্যাচ খেলে ১০টি মেডেন ওভার বল করেছে যা ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ।
5/10
২০১৮ সালে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটান যশপ্রীত বুমরা। সেই বছর মাত্র নয়টি টেস্ট ম্যাচ খেলে ৪৮টি উইকেট নেন বুমরা।
6/10
টেস্টে অভিষেক ঘটানোর বছরে এটিই যে কোনও ভারতীয় বোলারের ক্ষেত্রে সর্বোচ্চ। বুমরা দিলীপ দোশীর ৪০টি উইকেট নেওয়ার রেকর্ড ভাঙেন।
7/10
ওই বছরই বুমরা দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় এক ইনিংসে পাঁচ উইকেট নেন।
8/10
প্রথম এবং এখনও পর্যন্ত একমাত্র এশিয়ান বোলার হিসাবে এক বছরে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ায় ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে বুমরার দখলে।
9/10
বোলার বুমরার রেকর্ড থাকাটা স্বাভাবিক। কিন্তু ব্যাট হাতেও কিন্তু তাঁর দখলে এক বিশ্বরেকর্ড রয়েছে।
10/10
এজবাস্টনে বুমরা স্টুয়ার্ট ব্রডের বিরুদ্ধে এক ওভারে ৩৫ রান করেন। টেস্টে এক ওভারে এটি সর্বকালের সর্বোচ্চ। তিনি ব্রায়ান লারা এক ওভারে ২৮ রানের রেকর্ড ভাঙেন।
Published at : 06 Dec 2023 10:52 AM (IST)