Kapil Dev Birthday: দেওয়ালে মকবুল ফিদা হুসেনের আঁকা ছবি, চোখ ধাঁধানো ডাইনিং টেবিল! এক ঝলকে কপিল দেবের বাড়ি
৬ জানুয়ারি প্রত্যেক ভারতীয় ক্রিকেটপ্রেমীর কাছে বিশেষ এক দিন। কারণ, এদিন ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিবায়ক কপিল দেবের জন্মদিন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App৬৬ বছর পূর্ণ করলেন কিংবদন্তি কপিল। যাঁর বলের গতির জন্য ক্রিকেটবিশ্বে পরিচিত ছিলেন হরিয়ানা হ্যারিকেন নামে।
কপিলের কেরিয়ারের মতো তাঁর বাড়িও ঈর্ষণীয়। একদিকে বিলাসিতা, অন্যদিকে আভিজাত্যের মিশেল ঘটেছে কপিলের বাসভবনে।
দক্ষিণ দিল্লির সুন্দর নগরে রয়েছে কপিলের বাংলো। শোনা যায়, কপিলের বিলাসবহুল বাংলোর দাম ৮০ কোটি টাকা।
দক্ষিণ দিল্লির যে বাংলোটিতে এখন কপিল থাকেন, তা আসলে তাঁর স্ত্রী রোমির ঠাকুর্দার সম্পত্তি। বাংলোর একতলায় আগে ছিল হিন্দুস্তান পেট্রোলিয়ামের কার্যালয়।
বাংলোর লিভিং এরিয়ায় রয়েছে সূক্ষ কাজকর্মের সম্ভার। মাঝখানে রয়েছে কম উচ্চতার সেন্টার টেবিল। ডানদিক থেকে উঠে যাওয়া সিঁড়ি বেয়ে পৌঁছে যাওয়া যায় দ্বিতলে।
সিঁড়ির নীচে রয়েছে সুসজ্জিত বার কাউন্টার। সেখানে থরে থরে সাজানো বহুমূল্য পানীয়।
কপিলের বাংলোর বসার ঘরে দেওয়াল জোড়া বিভিন্ন ছবি। যার মধ্যে রয়েছে মকবুল ফিদা হুসেনের আঁকা ছবিও।
ডাইনিং এরিয়ার সবচেয়ে বড় বিস্ময় ডাইনিং টেবিল। যে টেবিলটি এতই বড় যে, গোটা একটা ক্রিকেট দল বসে খাওয়াদাওয়া করতে পারবে।
বাংলোর সঙ্গে রয়েছে বিশাল বাগান, সবুজ লন। সেখানে মাঝেমধ্যেই পার্টি দেন কপিল। এছাড়া দক্ষিণ দিল্লির গ্রেটার কৈলাস অঞ্চলে আরও একটি বাড়ি আছে কপিলের। ছবি - কপিল দেবের ইনস্টাগ্রাম
- - - - - - - - - Advertisement - - - - - - - - -