Kapil Dev Birthday: ৬৪-তে পা দিলেন কপিল দেব, এক নজরে কিংবদন্তি অধিনায়কের রেকর্ডগুলি
কপিল দেব বলতেই ভারতীয় ক্রিকেট সমর্থকদের চোখের সমানে ভেসে ওঠে লর্ডসের ব্যালকানিতে বিশ্বকাপ হাতে তাঁর ছবি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমাত্র ২৪ বছর ১৭০ দিনে বয়সেই অধিনায়ক হিসাবে বিশ্বকাপ ট্রফি হাতে তুলেছিলেন কপিল। এত কম বয়সে আর কোনও অধিনায়কের বিশ্বজয়ের কৃতিত্ব নেই।
নতুন বল হাতে কপিল দেবের সুইং করার দক্ষতার বিষয়ে সকলেই অবগত। তিনিই এখনও পর্যন্ত ভারতের হয়ে আর্ন্তজাতিক ক্রিকেটে সর্বাধিক উইকেট নেওয়া ফাস্ট বোলার।
৩৫৬টি ম্যাচে কপিল দেব মোট ৬৮৭টি উইকেট নিয়েছেন। কপিলের পরে ভারতীয় হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছেন জাহির খান। তিনি মোট ৫৯৭টি উইকেট নিয়েছেন।
বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও কিন্তু কপিল দেব যথেষ্ট দক্ষ ছিলেন। টেস্ট ক্রিকেটে আটটি শতরান ও ২৭টি অর্ধশতরান রয়েছে কপিল দেবের দখলে।
টেস্টে একমাত্র ক্রিকেটার হিসাবে পাঁচ হাজারের অধিক রান (৫২৪৮) ও ৪০০-র অধিক উইকেট (৪৩৪) রয়েছে কপিল দেবের দখলে।
বর্তমানে টি-টোয়েন্টি ক্রিকেটের রমরমা হলেও, কপিল দেব কিন্তু ৮০-৯০-র দশকেও দুরন্ত আগ্রাসী মেজাজে ব্যাট করতেন।
এখনও পর্যন্ত কপিল দেবের ৭৪ বলে শতরানই টেস্ট ক্রিকেটে কোনও ভারতীয়র করা দ্রুততম শতরান।
১৯৮৩ বিশ্বকাপে মুশকিল পরিস্থিতিতে জিম্বাবোয়ের বিরুদ্ধে কপিল দেবের ঝোড়ো ১৭৩ রানের ইনিংস তাঁকে খ্যাতির শিখরে পৌঁছে দেয়।
ছয় নম্বরে ব্যাটে নেমে কপিল দেবের জিম্বাবোয়ের বিরুদ্ধে এই ১৭৫ রানের ইনিংসের সুবাদেই ভারতীয় দল ১৭/৫ থেকে ২৬৬/৮ স্কোর করতে পারে। এটিই ওয়ান ডেতে ছয় নম্বরে নামা কোনও ব্যাটারের সর্বাধিক স্কোর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -