Kapil Dev Birthday: ৬৪-তে পা দিলেন কপিল দেব, এক নজরে কিংবদন্তি অধিনায়কের রেকর্ডগুলি
Kapil Dev: ১৯৮৩ সালে সমালোচকদের যোগ্য জবাব দিয়ে ভারতীয় দল বিশ্বকাপ জিতেছিল। সেই দলের অধিনায়ক ছিলেন কপিল দেব। হরিয়ানা হ্যারিকেন নামে খ্যাত কিংবদন্তি ভারতীয় ক্রিকেটারের আজ ৬৪তম জন্মদিন।
৬৪-তে পা দিলেন কপিল (ছবি: আইসিসি)
1/10
কপিল দেব বলতেই ভারতীয় ক্রিকেট সমর্থকদের চোখের সমানে ভেসে ওঠে লর্ডসের ব্যালকানিতে বিশ্বকাপ হাতে তাঁর ছবি।
2/10
মাত্র ২৪ বছর ১৭০ দিনে বয়সেই অধিনায়ক হিসাবে বিশ্বকাপ ট্রফি হাতে তুলেছিলেন কপিল। এত কম বয়সে আর কোনও অধিনায়কের বিশ্বজয়ের কৃতিত্ব নেই।
3/10
নতুন বল হাতে কপিল দেবের সুইং করার দক্ষতার বিষয়ে সকলেই অবগত। তিনিই এখনও পর্যন্ত ভারতের হয়ে আর্ন্তজাতিক ক্রিকেটে সর্বাধিক উইকেট নেওয়া ফাস্ট বোলার।
4/10
৩৫৬টি ম্যাচে কপিল দেব মোট ৬৮৭টি উইকেট নিয়েছেন। কপিলের পরে ভারতীয় হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছেন জাহির খান। তিনি মোট ৫৯৭টি উইকেট নিয়েছেন।
5/10
বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও কিন্তু কপিল দেব যথেষ্ট দক্ষ ছিলেন। টেস্ট ক্রিকেটে আটটি শতরান ও ২৭টি অর্ধশতরান রয়েছে কপিল দেবের দখলে।
6/10
টেস্টে একমাত্র ক্রিকেটার হিসাবে পাঁচ হাজারের অধিক রান (৫২৪৮) ও ৪০০-র অধিক উইকেট (৪৩৪) রয়েছে কপিল দেবের দখলে।
7/10
বর্তমানে টি-টোয়েন্টি ক্রিকেটের রমরমা হলেও, কপিল দেব কিন্তু ৮০-৯০-র দশকেও দুরন্ত আগ্রাসী মেজাজে ব্যাট করতেন।
8/10
এখনও পর্যন্ত কপিল দেবের ৭৪ বলে শতরানই টেস্ট ক্রিকেটে কোনও ভারতীয়র করা দ্রুততম শতরান।
9/10
১৯৮৩ বিশ্বকাপে মুশকিল পরিস্থিতিতে জিম্বাবোয়ের বিরুদ্ধে কপিল দেবের ঝোড়ো ১৭৩ রানের ইনিংস তাঁকে খ্যাতির শিখরে পৌঁছে দেয়।
10/10
ছয় নম্বরে ব্যাটে নেমে কপিল দেবের জিম্বাবোয়ের বিরুদ্ধে এই ১৭৫ রানের ইনিংসের সুবাদেই ভারতীয় দল ১৭/৫ থেকে ২৬৬/৮ স্কোর করতে পারে। এটিই ওয়ান ডেতে ছয় নম্বরে নামা কোনও ব্যাটারের সর্বাধিক স্কোর।
Published at : 06 Jan 2023 08:55 PM (IST)