T20 WC 2024: একা রাহুল নন, ২০২২ বিশ্বকাপে থাকা আরও ছয় ভারতীয় তারকা ক্রিকেটার ২০২৪ বিশ্বকাপ দলে ব্রাত্য
গতকালই ভারতের বিশ্বকাপ দল ঘোষণা করা হয়েছে। সেই দলের প্রাথমিক ১৫ জনের তালিকায় আমূল বদল। গত বিশ্বকাপের সাতজন ক্রিকেটার অর্থাৎ প্রায় আধা দলই এই বিশ্বকাপে সুযোগ পায়নি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই তালিকায় সবথেকে উল্লেখযোগ্য নাম বোধহয় কেএল রাহুলের।
ঋষভ পন্থের প্রত্যাবর্তন এবং সঞ্জু স্যামসনের ভাল ফর্মই হয়তো রাহুলের অন্তরায় হয়ে দাঁড়াল। এই দুই তারকাই তাঁর বদলে কিপার-ব্যাটার হিসাবে সুযোগ পেয়েছেন।
দীনেশ কার্তিক বিশ্বকাপে খেলার ইচ্ছাপ্রকাশ করেছিলেন। ২০২২ সালে অনবদ্য আইপিএল তাঁর জন্য জাতীয় দলের দরজা খুলে দিয়েছিল।
এবারের টুর্নামেন্টেও ৪০ ছুঁই ছুঁই ডিকে ভাল ফর্মে রয়েছেন। তবে তাঁকে দলে রাখা হয়নি।
আর অশ্বিন গত ২০ ও ৫০ ওভার, উভয় বিশ্বকাপেই খেলেছিলেন। তবে এবার দলে চার স্পিনার থাকলেও তিনি নেই।
দীপক হুডা জনা কয়েক ভারতীয় ব্যাটারদের একজন যিনি বল করতে পারেন। তবে গত বছরের ফেব্রুয়ারি থেকেই তিনি জাতীয় দলের বাইরে রয়েছেন।
১৪ উইকেট নেওয়া হর্ষল চলতি আইপিএলের অন্যতম সর্বোচ্চ উইকেটসংগ্রাহক। তবে দুই বছর আগে বিশ্বকাপ দলে থাকলেও, এই দলে নেই তিনি।
একসময় ভারতীয় সীমিত ওভারের দলের অবিচ্ছেদ্য অঙ্গ ছিলেন ভুবনেশ্বর কুমার। তবে ২০২২ সাল থেকে ভারতের হয়ে টি-টোয়েন্টি খেলেননি। স্বাভাবিকভাবেই বিশ্বকাপ দলেও নেই ভুবি।
মহম্মদ শামি গত বছর বিশ্বকাপ থেকেই গোড়ালির চোটে নাজেহাল। অস্ত্রোপ্রচারও হয়েছে তাঁর। সেই কারণেই এবারের বিশ্বকাপের দৌড় থেকে তিনি বহু আগেই ছিটকে গিয়েছেন। ছবি সৌজন্যে-পিটিআই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -