IND vs AUS: চিরাচরিত লাল বলের থেকে কােথায় আলাদা গোলাপি বল? জানেন কি?

Pink Ball Test: সাধারণত টেস্ট ম্য়াচ লাল বলের টেস্টের হয়ে থাকে। কিন্তু ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্য়াটে নবতম সংযোজন দিন রাতের টেস্ট। যা গোলাপি বলে খেলা হয়ে থাকে।

গোলাপি বলের দিন রাতের টেস্ট

1/7
আগামীকাল ৬ ডিসেম্বর শুক্রবার থেকে শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া গোলাপি বলের টেস্টে মহারণ। অ্য়াডিলেড ওভালে বর্ডার গাওস্কর ট্রফির দ্বিতীয় টেস্টে খেলতে নামবে ২ দেশ।
2/7
সাধারণত টেস্ট ম্য়াচ লাল বলের টেস্টের হয়ে থাকে। কিন্তু ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্য়াটে নবতম সংযোজন দিন রাতের টেস্ট। যা গোলাপি বলে খেলা হয়ে থাকে।
3/7
গোলাপি রং কৃত্তিম আলোর নীচে পরিষ্কার বোঝা যাবে। তাই দিন রাতের টেস্টের জন্য এই বিশেষ বল তৈরি করা হয়েছে।
4/7
গোলাপি বল কালো সুতো দিয়ে সেলাই করা থাকে। সেখানে লাল বল সাদা সুতো দিয়ে সেলাই করা থাকে। গোলাপি বলে ভাল গ্রিপের জন্য সিন্থেটিক ও লিনেনের মিশ্রণ থাকে।
5/7
লাল বলের থেকে গোলাপি বল দীর্ঘ সময় স্যুইং ধরে রাখে। সেক্ষেত্রে ম্য়াচে ৪০-৫০ ওভার পর্যন্তও স্যুইং ধরে রাখার ক্ষমতা রয়েছে এর। লাল বল শুধু সিন্থেটিক হয়। এটা শুরুতে স্যুইং করে ও পরে রিভার্স স্যুইং বেশি হয়।
6/7
সাধারণত দেখা যায় ওয়ান ডে ও টি-টোয়েন্টি ফর্ম্য়াটে সাদা বলের ব্যবহার। কারণ তা যাতে ভালভাবে দৃশ্যমান হয়। অনেক পরীক্ষার পর টেস্টে দিন রাতের ম্য়াচের জন্য গোলাপি বল ধার্য করা হয়েছিল।
7/7
গোলাপি বল যত পুরনো হোক না কেন, তবুও রং নষ্ট হয় না। ঔজ্জ্বল্য হারায় না। ফলে
Sponsored Links by Taboola