Kuldeep Yadav Record: স্পিনভেল্কিতে গায়ানায় নতুন ইতিহাস কুলদীপের
ওয়েস্ট ইন্ডিজ়়ের বিরুদ্ধে চোটের কারণে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পারেননি কুলদীপ যাদব। তবে তৃতীয় টি-টোয়েন্টি মাঠে ফিরেই স্বমহিমায় দেখা গেল তাঁকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appম্যাচে তিন উইকেট নিয়ে ৫০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি উইকেট নিয়ে ফেললেন কুলদীপ। দ্রুততম ভারতীয় হিসাবে তিনি এই মাইলফক পার করলেন।
কুলদীপ 'কুলচা' জুটির অন্যতম অংশ যুজবেন্দ্র চাহালেরই রেকর্ড ভাঙলেন।
চাহাল ৩৪ ম্যাচে ৫০টি উইকেট নিয়েছিলেন।
চাহাল আবার যশপ্রীত বুমরার রেকর্ড ভাঙেছিলেন।
বুমরা একদা টি-টোয়েন্টিতে ভারতের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক ছিলেন। তিনি ৪১ ম্যাচে ৫০টি উইকেট নিয়েছিলেন।
আর অশ্বিনকে আমরা মূলত লাল বলের বোলার হিসাবেই চিনি। তিনি সীমিত ওভারের ক্রিকেটে জাতীয় দলে বেশি সুযোগও পান না।
তবে টি-টোয়েন্টিতে ৫০টি উইকেট নিতে বুমরার থেকে মাত্র এক ম্যাচ বেশি খরচ করেছেন অশ্বিন।
তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন আরেক অভিজ্ঞ বোলার ভুবনেশ্বর কুমার।
তিনি ৫০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেই ৫০টি উইকেট নিয়েছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -