Cricket Records: এই তারকা ওপেনারদের শতরান মানেই দলের জয় নিশ্চিত
আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ১০০টি শতরানের মালিক সচিন তেন্ডুলকর। বিশ্বকাপ জয় থেকে সর্বোচ্চ রান করার কৃতিত্ব, সবটাই তাঁর দখলে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে এই তালিকায় তিনি পঞ্চম স্থানে রয়েছেন। সচিনের ৩০টি শতরানে ভারতীয় দল ম্যাচ জিতেছে।
সচিনের মতোই বিশ্বজয়ের কৃতিত্ব রয়েছে সনৎ জয়সূর্যের দখলেও।
তাঁরও ৩০টি শতরান তাঁর আন্তর্জাতিক দলকে জয় এনে দিয়েছে।
নিজেদের সময় মতান্তরে ম্যাথু হেডেন ও অ্যাডাম গিলক্রিস্টকে সেরা ওপেনার হিসাবে গণ্য করা হত।
গিলক্রিস্ট টেস্টে ওপেন না করলেও হেডেন টেস্টেও ওপেন করতেন। তাঁর ৩০টি শতরান দলের জয়ে কাজে এসেছে।
তালিকায় দ্বিতীয় স্থানে আরও এক অস্ট্রেলিয়ান তারকা রয়েছন।
তিনি ডেভিড ওয়ার্নার। অজি ওপেনারের শতরানগুলির মধ্যে ৩২টিতে অস্ট্রেলিয়া জয় পেয়েছে।
ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা শতরান করলে ভারতীয় দল সচরাচর ম্যাচ হারে না বলেই কথিত আছে। পরিসংখ্যানও তাই বলছে।
রোহিতের ৪৪টি শতরানের মধ্যে ৩২টি শতরানই ভারতকে জয় এনে দিয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -