ODI Cricket: ২০২৩ বিশ্বকাপেই সম্ভবত নিজেদের শেষ ওয়ান ডে ম্য়াচ খেলে ফেলেছেন এই তারকারা
প্রাক্তন শ্রীলঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজ়ের রেকর্ড সব ফর্ম্যাটেই অনবদ্য। তিনি প্রাথমিক দলে না থাকলেও, চোট আঘাতের জেরে দলে সুযোগ পান। তাঁকে এর পরবর্তীতে আর আন্তর্জাতিক আঙিনায় দেখা যাবে কি না, সেই নিয়ে সন্দেহ রয়েইছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনেদারল্যান্ডসের হয়ে ২০১১ সালের বিশ্বকাপ দলে থাকা একমাত্র সদস্য ওয়েসলি বারেসি যিনি এই বিশ্বকাপেও খেলেছেন। এ বারের বিশ্বকাপে ডাচ দল বেশ ভালই পারফর্ম করেছে। তবে ব্যক্তিগতভাবে বারেসি পারফরম্যান্স তেমন আহামরি ছিল না। তিনি টুর্নামেন্টে মাত্র ৮৩ রান করেছেন। তাঁর বয়স এবং তরুণ প্রজন্মের উত্থানের জেরে বারেসিকে জাতীয় দলে জায়গা হারাতে হতে পারে।
নিউজ়িল্যান্ডের সর্বকালের সেরা বোলারদের নাম উঠলে টিম সাউদির নাম আসবেই। তবে ২২১টি ওয়ান ডে উইকেট নেওয়া সাউদি হালে বারংবার চোট আঘাতে ভুগেছেন। তিনি কিউয়ি টেস্ট দলের অধিনায়কও বটে। তাই হয়তো সীমিত ওভারের বদলে তাঁকে আরও বেশি করে লাল বলে ক্রিকেটে মনোনিবেশ করতে দেখা যেতেই পারে।
বেন স্টোকস আগেই ওয়ান ডে ফর্ম্যাট থেকে অবসর নিয়েছিলেন। তবে বিশ্বকাপের আগে তাঁকে ফেরানো। বিশ্বকাপের পরেই আবার হাঁটুর অস্ত্রোপ্রচার সেরেছেন স্টোকস। ইংল্যান্ডের টেস্ট অধিনায়কের ক্ষেত্রে তিন ফর্ম্যাটে খেলা চালিয়ে যাওয়াটা কিন্তু ভীষণ চ্যালেঞ্জিং হতে চলেছে।
ডেভিড মিলার লোয়ার অর্ডারে দক্ষিণ আফ্রিকার হয়ে একাধিক ম্যাচ জিতিয়েছেন। এই বিশ্বকাপের সেমিফাইনালে গোটা দলের ব্যর্থ হলেও, মিলার শতরান হাঁকান। তিনি সম্পূর্ণভাবে আর ওয়ান ডেতে সুযোগ পাবেন না, এমনটা বলা না গেলেও, তাঁর বয়স বাঁধা হয়ে দাঁড়াতে পারে।
আফগানিস্তান ক্রিকেটের উত্থানের পিছনে তাঁর অবদান অনস্বীকার্য। আন্তর্জাতিক ক্রিকেটে আফগানদের একেবারে শুরুর সময় থেকে দলের অংশ মহম্মদ নবি। তবে ৩৯-র নবির আর কতদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন, সেই নিয়ে সংশয় তো আছেই।
৩৭-র ডেভিড ওয়ার্নার বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার হয়ে টুর্নামেন্টের সর্বাধিক রানসংগ্রাহক হয়েছিলেন। তবে তিনি যে নিজের কেরিয়ারের শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছেন, তার পূর্বাভাস বারংবার মিলেছে।
বাংলাদেশের ওয়ান ডে দলের পরিকল্পনা থেকে মাহমুদ্দুলাহকে বাইরেই রাখা হয়েছিল। তবে শেষ মুহূর্তে তিনি দলে সুযোগ পান। বিশ্বকাপে শতরানও হাঁকান। তবে বিশ্বকাপে বাংলাদেশের হতশ্রী পারফরম্যান্সের পর বেশ কিছু রদবদল হতে পারে। ৩৭-র মাহমুদ্দুলাহর ওয়ান ডে কেরিয়ারে এর জেরে ইতি টানতে হতে পারে।
বিশ্বকাপে পাকিস্তানের খারাপ পারফরম্যান্সের অন্যতম বড় কারণ মিডল অর্ডারের ব্যর্থতা। সেই মিডল অর্ডারেরই অংশ ছিলেন ইফতিকার আমেদ। তিনি নয় ম্যাচে মাত্র ১৪২ রান করেছিলেন। পাকিস্তান ক্রিকেটে বিশ্বকাপের পর ইতিমধ্যেই বেশ বদল হয়েছে। রয়েছে আরও বদলের সম্ভাবনা। তাই ইফতিকারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নচিহ্ন রয়েইছে।
আর অশ্বিন এমনিতেই বহুদিন ধরে ভারতীয় ওয়ান ডে দলের অংশ ছিলেন না। তবে অক্ষর পটেলের চোট তাঁকে বিশ্বকাপ দলে জায়গা করে দেয়। ভারতীয় দলে স্পিনারের অভাব নেই। তাই ৩৭ বছর বয়সি অশ্বিনকে আর ওয়ান ডে ফর্ম্যাটে খেলতে দেখা যাবে কি না, সেই নিয়ে সন্দেহ রয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -