Mohammed Siraj: 'যা বাবার সঙ্গে গিয়ে অটো চালা..', জাতীয় দলে এসে ধোনির থেকে কী শুনেছিলেন সিরাজ?

Mohammed Siraj Update: অল্প সময়ে ৯ বছরের কেরিয়ারেই প্রশংসা ও সমালোচনা দুটো দিকই দেখেছেন সিরাজ। ৪২ টেস্ট, ৪৪ ওডিআই ও ১৬টি-২০আই খেলে সব মিলিয়ে ২১৫ উইকেট নিয়েছেন এখনও পর্যন্ত।

মহম্মদ সিরাজ

1/7
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর ধীরে ধীরে নিজেকে সব ফর্ম্য়াটেই মেলে ধরেছেন মহম্মদ সিরাজ।
2/7
অল্প সময়ে ৯ বছরের কেরিয়ারেই প্রশংসা ও সমালোচনা দুটো দিকই দেখেছেন সিরাজ। ৪২ টেস্ট, ৪৪ ওডিআই ও ১৬টি-২০আই খেলে সব মিলিয়ে ২১৫ উইকেট নিয়েছেন এখনও পর্যন্ত।
3/7
কেরিয়ারের শুরুর দিকে ধোনি সিরাজকে সতর্কবার্তা দিয়েছিলেন। সেই স্মৃতিচারণায় মহেন্দ্র সিংহ ধোনির সতর্কবার্তার কথা বলেছেন।
4/7
সিরাজ বলছেন, ''আমার এখনও মনে আছে, আমি যখন ভারতীয় দলে যোগ দিয়েছিলাম, তখন এমএস ধোনি আমাকে বলেছিল, কারোর কথায় প্রভাবিত হবি না। যখন তুই ভালো করবি, গোটা দুনিয়া তোর সঙ্গে থাকবে। আর যখন খারাপ করবি, তখন গালি দেবে।"'
5/7
মহেন্দ্র সিংহ ধোনি আরো বলেছিলেন, '' যখন পারফর্ম করব, তখন ভক্তরা এবং পুরো বিশ্ব আমার সঙ্গে থাকবে,বলবে সিরাজের মতো বোলার নেই। পরের ম্যাচে যদিপারফর্ম করতে না পারি, তাহলে ওরাই বলবে, 'আরে, এটা কেমন বোলার? যা গিয়ে বাবার সঙ্গে অটো চালা! এর অর্থ কী, মানে এক ম্যাচে হিরো, আর তার পরের ম্যাচে জিরো। এত দ্রুত মানুষ বদলে যায়।''
6/7
গত ইংল্যান্ড সফরে ৯ ইনিংসে ২৩ উইকেট ঝুলিতে পুরেছিলেন সিরাজ। বুমরার অনুপস্থিতিতে দলের প্রধান নির্ভরযোগ্য বোলার এখন সিরাজই।
7/7
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আমদাবাদ টেস্টেও জ্বলে উঠেছেন সিরাজ। দুই ইনিংস মিলিয়ে তুলে নিয়েছেন সাত উইকেট।
Sponsored Links by Taboola