Mohammeda Shami-Rohit Sharma: চলে জোর তর্কাতর্কি! ফিটনেস নিয়ে অধিনায়ক রোহিতের মন্তব্যে ক্ষিপ্ত মহম্মদ শামি?
অ্যাডিলেডে পরাজয়ের পর বর্তমানে বর্ডার-গাওস্কর ট্রফি একেবারে সমতায় দাঁড়িয়ে। এই পরিস্থিতিতে দলে আরও বেশি করে তারকা বোলার মহম্মদ শামির প্রত্যাবর্তনের ডাক দিচ্ছেন ভারতীয় সমর্থকরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগত বছর ৫০ ওভারের বিশ্বকাপের ফাইনালের পর থেকে আর জাতীয় দলের হয়ে খেলতে দেখা যায়নি শামিকে। তবে তিনি চোট সারিয়ে ফিরেছেন।
বাংলার হয়ে চুটিয়ে খেলেছেন মহম্মদ শামি। সৈয়দ মুস্তাক আলিতে ব্যাট, বলে প্রভাবও ফেলছেন। তবে রোহিতের দাবি শামির হালকা চোট লেগেছে, তাই তিনি এখনও দলে যোগ দিচ্ছেন না। তবে শীঘ্রই দলে যোগ দিতে পারেন।
দিনকয়েক আগে নিউজ়িল্যান্ড সিরিজ় চলাকালীনও অস্ট্রেলিয়ার জন্য দল ঘোষণার আগে রোহিত শামির ফিটনেস নিয়ে মন্তব্য করেছিলেন।
রোহিত জানিয়েছিলেন শামির আবার চোট লেগেছে এবং সেই কারণে তিনি শামির বিষয়ে নিশ্চিত নন। আধা ফিট শামিকে অজ়িভূমে খেলাতে চান না বলেই পূর্বাভাস দিয়েছিলেন রোহিত।
শামির মন্তব্য রোহিতের থেকে সম্পূর্ণই ভিন্ন ছিল। তাই দলের অধিনায়কের এই মন্তব্যের পরেই নাকি শামি ও রোহিতের মধ্যে হালকা কথা কাটাকাটি হয়।
সেই সময় বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ফিটনেস ফিরে পেতে কাজ করেছিলেন শামি। কিউয়িদের বিরুদ্ধে প্রথম টেস্ট শেষেই না কি রোহিতের সঙ্গে শামির কথাবার্তা হয়।
রিপোর্ট অনুযায়ী এই কথাবার্তা দুই তারকার মধ্যে কথা কাটাকাটিও হয়। শামি তাঁর ফিটনেস নিয়ে রোহিতের মন্তব্যে চটেন বলে দাবি করা হচ্ছে।
বাংলার হয়ে খেলা চালিয়ে গেলেও সম্প্রতি ফের শামির চোট নিয়ে মন্তব্যে করেছেন রোহিত। তাহলে কি শামিকে অজ়িভূমে খেলতে দেখা যাবে না?
তিনি এখনও ফিটনেসের ছাড়পত্র পাননি। সৈয়দ মুস্তাক আলি ট্রফি শেষ হলেই তাঁর ফিটনেসের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে খবর। যতদূর যা ইঙ্গিত তাতে শামির ব্রিসবেন টেস্টে খেলার সম্ভাবনা নেই। তবে শেষ দুই টেস্টে মাঠে নামলেও নামতে পারেন শামি। ছবি- আইসিসি, পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -