MS Dhoni: ব্যাটার, অধিনায়ক, কিপার, সবেতেই একের পর এক কৃতিত্ব, ধোনির এই রেকর্ডগুলি ভাঙা প্রায় অসম্ভব
মতান্তরে ভারতীয় দলের সর্বকালের সর্বসেরা অধিনায়ক তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর সাফল্য ঈর্ষণীয়। অধিনায়ক বা ব্যাটার, মহেন্দ্র সিংহ ধোনি কিন্তু দেশবিদেশের ক্রিকেটারদের কাছে অনুপ্রেরণা। কেন তাঁকে এত উচ্চস্তরে রাখা হয়, তা তাঁর রেকর্ড দেখেই বোঝা যায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০০৭ সালে টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ দিয়ে শুরু। একমাত্র অধিনায়ক হিসাবে আইসিসির সবকয়টি সীমিত ওভারের টুর্নামেন্ট জিতেছেন মহেন্দ্র সিংহ ধোনি।
বিভিন্ন ফর্ম্যাট মিলিয়ে ছয় বা তাঁর নীচে ব্যাট করে ধোনি ১০ হাজারের অধিক রান করেছেন। তিনিই একমাত্র ব্যাটার যার দখলে এই কৃতিত্ব রয়েছে।
সাত নম্বরে ব্যাট করে ধোনি দুইটি শতরান করেছেন। সাতে নেমে একাধিক সেঞ্চুরি হাঁকানোর কৃতিত্ব আর কারুর নেই।
তিন ফর্ম্যাট মিলিয়ে অধিনায়ক হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ২০৪টি ছক্কা হাঁকানোর কৃতিত্বও কিন্তু মাহির দখলেই।
আন্তর্জাতিক ওয়ান ডে ফর্ম্যাটে মোট ৮৪টি ম্যাচে অপরাজিত থেকেছেন ধোনি। এটি তাঁর ওয়ান ডেতে ব্যাটিং গড় ৫০-র অধিক হওয়ার অন্যতম বড় কারণ। ধোনি বাদে অন্য কারুর এতগুলি ওয়ান ডে ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড নেই।
ওয়ান ডেতে কিপার-ব্য়াটার হিসাবেও সর্বোচ্চ রানের ইনিংসটি এসেছে ধোনির ব্যাট থেকেই। ৩১ অক্টোবর ২০০৫ সালে জয়পুরে ১৮৩ রানের চোখধাঁধানো ইনিংসটি খেলেন তিনি।
অধিনায়ক হিসাবে অবশ্য মাহিই সর্বকালের সর্বাধিক আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তিনি টিম ইন্ডিয়াকে তিন ফর্ম্যাট মিলিয়ে মোট ৩৩২টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন।
আন্তর্জাতিক ক্রিকেটে ৬০৮টি ইনিংসে মোট ১৯৫টি স্টাম্পিং রয়েছে ধোনির দখলে। তিনিই কিপার হিসাবে সর্বাধিক আন্তর্জাতিক স্টাম্পিংয়ের মালিক।
২০১১ সাল, ওয়াংখেড়ের ময়দানে নুয়ান কুলশেখারার বিরুদ্ধে সেই ছয়টা এখনও ভারতীয়দের মনে গাঁথা। সেই ছয়টি যেখানে পড়েছিল, সেখানে এক স্মারকও তৈরি করা হয়েছে। ঘটনাক্রমে ধোনিই একমাত্র ক্রিকেটার যিনি ছক্কা হাঁকিয়ে বিশ্বকাপ জিতেছেন। ছবি-গেটি
- - - - - - - - - Advertisement - - - - - - - - -