Protein Foods: ডিম খেতে পারেন না? প্রোটিনের ঘাটতি এড়াতে পাতে রাখতে পারেন এই খাবারগুলি
ছবি সৌজন্যে- পিক্সেলস। ডিমের পরিবর্তে প্রোটিন সমৃদ্ধ খাবার হিসেবে পাতে রাখতে পারেন প্রোটিন। পনির দিয়ে অনেক সুস্বাদু পদও রান্না করা যায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appছবি সৌজন্যে- পিক্সেলস। দুধেও প্রোটিন রয়েছে। কিন্তু যাঁরা দুধ খেতে পারেন না আবার ডিমও খেতে পারেন না তাঁরা প্রোটিন সমৃদ্ধ খাবার হিসেবে মেনুতে যোগ করুন ইয়োগার্ট কিংবা টকদই।
ছবি সৌজন্যে- পিক্সেলস। রোজ সকালে দু থেকে তিনটে আমন্ড খাচ্ছেন তো? আগের রাতে জলের ভিজিয়ে রাখুন। আমন্ড একটি প্রোটিন সমৃদ্ধ খাবার।
ছবি সৌজন্যে- পিক্সেলস। পিনাট বাটার অর্থাৎ চিনাবাদাম থেকে তৈরি হওয়া মাখন খেতে অনেকেই পছন্দ করেন। এই পিনাট বাটারও একটি প্রোটিন সমৃদ্ধ খাবার।
ছবি সৌজন্যে- পিক্সেলস। যাঁরা ওজন কমাতে ডায়েট করছেন তাঁদের মেনুতে অবশ্যই থাকুক কিনুয়া। এই কিনুয়া দিয়ে তৈরি খিচুড়ি খেলে অনেকক্ষণ আপনার পেট ভরে থাকবে।
ছবি সৌজন্যে- পিক্সেলস। কুমড়োর বীজ একটি প্রোটিন সমৃদ্ধ খাবার। এর মধ্যে যথেষ্ট মাত্রায় প্রোটিন থাকে। বিভিন্ন নিরামিষ রান্নায় কিংবা ডালের মধ্যে কুমড়োর বীজ মিশিয়ে খেতে পারেন আপনি।
ছবি সৌজন্যে- পিক্সেলস। যাঁরা নিরামিষ খাবার খান, তাঁরা ডিমের পরিবর্তে পাতে রাখুন প্রোটিন সমৃদ্ধ খাবার সোয়াবিন। এই খাবারের রয়েছে অনেক পুষ্টিগুণ।
ছবি সৌজন্যে- পিক্সেলস। উত্তর ভারতের জনপ্রিয় খাবার রাজমা-চাউল। মানে রাজমা আর ভাত। রাজমা একটি অত্যন্ত পুষ্টিকর খাবার। এর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। তাই ডিম না খেলে তার বদলে রাজমা খেতে পারেন।
ছবি সৌজন্যে- পিক্সেলস। মুসুর ডাল যে একটি প্রোটিন সমৃদ্ধ খাবার তা প্রায় সকলেই জানেন। প্রোটিনের ঘাটতি এড়াতে চাইলে মেনুতে রোজই রাখুন মুসুর ডাল।
ছবি সৌজন্যে- পিক্সেলস। কাবলি ছোলার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। এই ছোলা দিয়ে স্বাস্থ্যকর এবং সুস্বাদু খাবার তৈরি করে নেওয়া যায় সহজেই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -