Duleep Trophy: ব্যাট হাতে অনবদ্য সেঞ্চুরি মুশিরের, দলীপ ট্রফিতে সচিনের রেকর্ড ভাঙলেন মুম্বইয়ের তরুণ তুর্কি
দলীপ ট্রফিতে ইন্ডিয়া 'বি'-র হয়ে এক অবিস্মরণীয় ইনিংস খেললেন মুশির খান। ইন্ডিয়া 'এ'-র হয়ে ১৮১ রানের ইনিংস খেললেন তিনি। তাঁর ব্যাটে ভর করেই লড়াইয়ের রসদ পেল তাঁর দল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএক সময় ইন্ডিয়া 'বি' ৯৪ রানে সাত উইকেট হারিয়ে ধুঁকছিল। কিন্তু সেই সময় মুশির রুখে দাঁড়ান। প্রমাণ করে দেন, তিনি বিশেষ প্রতিভা।
মুশিরের দাদা সরফরাজ সহ গোটা ইন্ডিয়া 'বি'-র মিডল অর্ডারই ব্যর্থ। একের পর এক ব্যাটার আসেন আর যান। কিন্তু ১৯ বছরের তরুণ হাল ছাড়েননি।
এক সময় ইন্ডিয়া 'বি'-র ১৫০ রান পার করাও মুশকিল মনে হচ্ছিল। কিন্তু তাঁরা শেষমেশ ৩২১ রানে ইনিংস শেষ করেন।
মুশির যখন ক্রিজ ছাড়েন, তখন তাঁর নামের পাশে লেখা ১৮১ রান, দলের সংগ্রহে ২৯৯ রান। নভদ্বীপ সাইনিকে সঙ্গে নিয়ে ২০৫ রান যোগ করেন মুশির।
এটাই কিন্তু দলীপ ট্রফিতে মুশিরের অভিষেক। আবেশ খান, কুলদীপ যাদবদের মতো আন্তর্জাতিক বোলারদের সামলে মুশিরের এই ইনিংস কিন্তু তাঁর প্রতিভার পরিচয়বাহক।
নিজের এই অনবদ্য ১৮১ রানের ইনিংসেই মুশির মুম্বইয়ের আরেক ব্যাটারের রেকর্ড ভাঙলেন। সেই ব্যাটার আর কেউ নন, সচিন তেন্ডুলকর।
'মাস্টার ব্লাস্টার'-কে পিছনে ফেলে দলীপ ট্রফির অভিষেকে টিনএজার হিসাবে তৃতীয় সর্বাধিক রানের ইনিংস খেলে ফেললেন মুশির।
সচিন ১৯৯১ সালে পশ্চিমাঞ্চলের হয়ে পূর্বাঞ্চলের বিরুদ্ধে নিজের দলীপ ট্রফি অভিষেকে ১৫৯ রান করেছিলেন, কিন্তু মুশির সচিনকে পিছনে ফেললেন।
তাঁর অনবদ্য ইনিংসের জন্য কিন্তু কেএল রাহুল, শুভমন গিলদেরও মুশিরকে বাহবা দিতে দেখা যায়। ছবি-পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -