T20I Record: গায়ানার অর্ধশতরান হাঁকিয়ে ভারতের বিরুদ্ধে নতুন রেকর্ডের মালিক পুরান
নিকোলাস পুরান যে টি-টোয়েন্টিতে ঠিক কতটা ভয়ঙ্কর, রবিবারই ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ আবারও তার পরিচয় মিলল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App৪০ বলে ৬৭ রানের বিধ্বংসী ইনিংস খেলে দলকে জেতালেন তিনি। এই নিয়ে ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে পঞ্চমবার অর্ধশতরান হাঁকালেন নিকোলাস পুরান। ভারতের বিরুদ্ধে এর থেকে বেশি অর্ধশতরান করার কৃতিত্ব আর কোনও ব্যাটারের দখলে নেই।
বিশ্বজয়ী ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার আইপিএলের সুবাদে ভারতীয় ক্রিকেট সমর্থকদের কাছে বেশ পরিচিত।
তিনি ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে চারটি অর্ধশতরান করেছেন।
জস বাটলারের মতো কুইন্টন ডিককও স্পিন এবং পেস, উভয় ধরনের বোলিংয়ের বিরুদ্ধেই সমান দক্ষ।
আইপিএলের সুবাদে ভারতীয় পরিবেশে খেলতে অভ্যস্ত তিনি। প্রোটিয়া তারকার দখলেও ভারতের বিরুদ্ধে চারটি অর্ধশতরান করার কৃতিত্ব রয়েছে।
বিগত তিন বছর ধরে নিউজিল্যান্ড দলের বাইরে রয়েছেন কলিন মুনরো। তবে তাঁর টি-টোয়েন্টি রেকর্ড বেশ ঈর্ষণীয়।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনটি শতরানের পাশাপাশি ১১টি অর্ধশতরান করেছেন মুনরো। এর মধ্যে চারটি অর্ধশতরানই এসেছে ভারতের বিরুদ্ধে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -