ODI WC 2023 Jerseys: নীল, সবুজের আধিক্য, কেমন হল বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলির জার্সি?
ভারতীয় ক্রিকেট দলের জার্সির রঙ মূলত নীল। তবে জার্সির হাতলে কমলা রঙের বর্ডার রয়েছে। জার্সির বুকের দিকে বিসিসিআইয়ের লোগোর উপরে দুইটি তারা রয়েছে যা টিম ইন্ডিয়ার দুইটি ৫০ ওভারের বিশ্বকাপ জয়ের পরিচয়বাহক।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবাবর আজমরা গাঢ় সবুজ রঙের জার্সিতে বিশ্বজয়ের আশায় মাঠে নামবেন। তাঁদের জার্সির উপরের দিকে হলুদ রঙের একটি তারা জ্বলজ্বল করছে। পিসিবির দাবি অনুযায়ী এটি পাক তারকা এবং দলের সমর্থকদের মধ্যেকার সুদৃঢ় সম্পর্কের পরিচয়বাহক।
আসন্ন বিশ্বকাপের জন্য প্রকাশিত অস্ট্রেলিয়ার নতুন জার্সিতে হলুদ রঙের আধিক্য চোখে পড়ছে। তবে জার্সিতে অজ়িদের টেস্ট টুপির রঙ ব্যাগিগ্রিনও রয়েছে।
ব্ল্যাককাপস অর্থাৎ নিউজ়িল্যান্ডের জার্সির রঙ কালো। তবে জার্সিতে তাঁদের ১৯৯৬ সালের বিশ্বকাপ জার্সির মতো ধূসর রঙের উলম্ব দাগ রয়েছে।
দক্ষিণ আফ্রিকার জার্সি গোটাটাই সবুজ রঙের যার মধ্যে হালকা হলুদের উপস্থিতি চোখে প়ড়ছে।
নেদারল্যান্ডস তাদের উজ্জ্বল কমলা রঙের জার্সিতে মাঠে নামবে। তবে জার্সির হাতল ও টুপিতে নীল রঙের উপস্থিতি রয়েছে।
আফগানিস্তানের জার্সির হাতল নীল রঙের। জার্সির মূল অংশে নীলের আধিক্য থাকলেও, লাল, কালো সংমিশ্রণও রয়েছে।
বাংলাদেশের জার্সির রঙ তাঁদের দেশের পতাকার মতোই লাল ও সবুজ রঙের। মূলত সবুজ রঙের জার্সিতে সুন্দর নকশা রয়েছে এবং জার্সির কাঁধের দিকে রয়েছে লাল রঙের স্ট্রাইপ।
গত বারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা এখনও সরকারিভাবে তাঁদের বিশ্বকাপের জার্সি প্রকাশ করেনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -