ODI World Cup 2023: টুর্নামেন্টের একমাত্র অপরাজিত দল, কোন পথে সেমিফাইনালে পৌঁছল ভারত?
বিশ্বকাপের প্রথম ম্যাচে চেন্নাইতে রেকর্ড চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় ভারতীয় দল। কুলদীপ, অশ্বিন, জাডেজা ,স্পিন ত্রয়ীর দাপটে অজ়িরা ১৯৯ রানেই অল আউট হয়ে যাওয়ার পর রাহুল ৯৭ রানের ইনিংসে ছয় উইকেটে দলের জয় সুনিশ্চিত করেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদ্বিতীয় ম্যাচে আরও দাপুটে মেজাজে জয় পায় টিম ইন্ডিয়া। আফগানিস্তান নির্ধারিত ৫০ ওভারে আট উইকেটে ২৭২ রান তোলার পর রোহিত শর্মার বিধ্বংসী ১৩১ রানের ইনিংসে ১৫ ওভার বাকি থাকতে আট উইকেটে ম্যাচ জেতে ভারতীয় দল।
চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানও ভারতের বিরুদ্ধে কার্যত লড়াইই করতে পারেননি। বাবর আজমরা মাত্র ১৯১ রানে অল আউট হয়ে যায়। প্রায় ২০ ওভার হাতে রেখে সাত উইকেটে ম্যাচ জেতে ভারত।
এরপর ভারতের প্রতিপক্ষ ছিল বাংলাদেশ। এই ম্যাচের নায়ক বিরাট কোহলি। ২৫৭ রান তাড়া করতে নেমে অপরাজিত শতরান করেন তিনি। ৫১ বল বাকি থাকতে সাত উইকেটে জেতে ভারত।
সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টুর্নামেন্টে প্রথমবার সুযোগ পান মহম্মদ শামি। তাঁর আগুনে বোলিং কিউয়ি ব্যাটিং লাইনআপকে ছারখার করে দেয়। পাঁচ উইকেট নেন তিনি। ২৭৪ রান তাড়া করতে নেমে চার উইকেটে ম্যাচ জেতে ভারত।
গতবারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে এক লো স্কোরিং ম্যাচের সাক্ষী থাকে লখনউ। নবাবের শহরে ভারতের সিংহভাগ ব্যাটার ব্যর্থ হলেও ৮৭ রানের ইনিংস খেলে ভারতকে ২২৯ রান তুলতে সাহায্য করেন রোহিত। শামির চার উইকেটে ভর করে বাটলারদের ১২৯ রানেই অল আউট করে দেয় টিম ইন্ডিয়া।
এশিয়া কাপে শ্রীলঙ্কা ভারতের বিরুদ্ধে কোনওরকমে ৫০ রানের গণ্ডি পার করেছিল। বিশ্বকাপেও ছবিটা কার্যত একই থাকে। ৩৫৮ রান তাড়া করতে নেমে ৫৫ রানে অল আউট হয়ে যায় দ্বীপরাষ্ট্র। মহম্মদ শামি এই ম্যাচেও পাঁচ উইকেট নেন।
ইডেন গার্ডেন্সে দুই সবথেকে ইনফর্ম দল ভারত ও দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হয়েছিল। লিগ তালিকার এক বনাম দুইয়ের হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রত্যাশ ছিল। তবে কোথায় কী! ক্রিকেটের নন্দন কাননে কোহলির রেকর্ড ৪৯তম শতরানে ভর করে ভারতীয় দল পাঁচ উইকেটের বিনিময়ে ৩২৬ রান তোলে। জবাবে ৮৩ রানে দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ হয়ে যায়।
নাগাড়ে আট ম্যাচ জেতার পর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের প্রতিপক্ষ ছিল নেদারল্যান্ডস। প্রথম ভারতীয় দল হিসাবে নাগাড়ে নয় ম্যাচ জেতার হাতছানি ছিল রোহিতদের সামনে। শ্রেয়স এবং রাহুলের রেকর্ড শতরানে ভর করে ভারত প্রথম ইনিংসে ৪১০ রান তোলে। ডাচদের ইনিংস শেষ হয় ২৫০ রানে।
বুধবার ওয়াংখেড়েতে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ১০-এ ১০ করার সুযোগ। টিম ইন্ডিয়া সেই ম্যাচ জিতে ফাইনালে পৌঁছতে পারে কি না, সেটাই এবার দেখার বিষয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -